ক্রিশ 4 : সুপার-হিরো এবং সুপার-ভিলেন দ্বৈত চরিত্রে এবার হৃতিক রোশন!

হৃতিক রোশন একইসঙ্গে সুপার-হিরো এবং সুপার-ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন ‘ক্রিশ 4’-এ ।

ক্রিশ 4 : সুপার-হিরো এবং সুপার-ভিলেন দ্বৈত চরিত্রে এবার হৃতিক রোশন!
হৃতিক রোশন
Follow Us:
| Updated on: Jan 14, 2021 | 1:14 PM

সিনেমার ইতিহাসে এই প্রথম। একইসঙ্গে হিরো এবং ভিলেনের চরিত্রে অভিনয় করছেন একজনই অভিনেতা! ‘ক্রিশ 4’-এ এমনটাই ঘটতে চলেছে। হৃতিক রোশন (Hrithik Roshan)একইসঙ্গে সুপারহিরো এবং সুপারভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

ক্রিশ 4’ টিমের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন হৃতিকের অনেক দিনের এটা স্বপ্ন ছিল। ক্রিশ সিরিজে সাদাকালো দু’টো চরিত্রেই অভিনয় করতে চেয়েছিলেন তিনি। এতদিনে স্বপ্ন সত্যি হতে চলেছে। অবশ্য শুধু স্বপ্নপূরণ নয়, এটি ‘ক্রিশ 4’-এর ইউ এস পিও হতে চলেছে। হৃতিক রোশন এবং ওঁর পরিচালক বাবা রাকেশ রোশনও এমনটাই চান।

ই মুহূর্তে ‘ক্রিশ 4’-এর স্ক্রিপ্ট লেখা চলছে। সুপারহিরো এবং সুপারভিলেন দুই চরিত্রেই হৃতিক রোশনকে কীভাবে ‘প্রোজেক্ট’ করা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন :ব্যালেরিনায় মেতেছে জ্যাকলিন, পোস্ট করলেন ‘স্টানিং’ ছবি

গের বছর হৃতিকের কোনও ছবি রিলিজ করেনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার’,২০১৯এ। ‘ওয়ার’ সুপারডুপার হিট। এরপর অনেকদিন নতুন কোনও ছবিতে সাইন করেননি হৃতিক। সম্প্রতি ‘ওয়ার’এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘ফাইটার’এ অভিনয় করছেন তিনি। ওঁর বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন। শোনা যাচ্ছে একটি হলিউড ছবিতেও অভিনয় করার কথা চলছে হৃতিকের।

সব কিছু ঠিকঠাক থাকলে ‘ফাইটার’এর শুটিং শেষ করে ‘ক্রিশ 4’-এর কাজ শুরু করবেন হৃতিক রোশন।