দেরি আর নয়, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে আদিত্য-অনন্যা?
Bollywood Gossip: অনন্যার বয়স এখন ২৫ বছর। অন্যদিকে আদিত্য রায় কাপুরের বয়স ৩৮ বছর। দু'জনের মধ্যে বয়সের ফারাক ১৩ বছরের। এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য।
বেশ কিছু দিন ধরেই সম্পর্ক রয়েছেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। যদিও সম্পর্কের অফিসিয়াল শিলমোহর ওঁরা দেননি। তবে তাঁদের প্রেমের খবর সম্পর্কে ওয়াকিবহান দুই পরিবারই। সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন আদিত্য ও অনন্যা। বলিউড লাইফের এক প্রতিবেদন জানাচ্ছে, “কাজের ক্ষেত্রে এই মুহূর্তে আদিত্য ও অনন্যা দু’জনেই বেশ ভাল জায়গাতেই রয়েছেন। হাতেও রয়েছে অনেক কাজ। বিয়ে না করলেও খুব শীঘ্রই বাগদান সারতে পারেন অনন্যা ও আদিত্য। তবে তা এখনই কাউকে তাঁরা জানাতে হয়তো রাজি হবেন না।”
অনন্যার বয়স এখন ২৫ বছর। অন্যদিকে আদিত্য রায় কাপুরের বয়স ৩৮ বছর। দু’জনের মধ্যে বয়সের ফারাক ১৩ বছরের। এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য। যদিও সেই প্রেম ভেঙে যায়। অন্যদিকে অনন্যার প্রাক্তন ছিলেন ঈশান খট্টর। সেই প্রেমও ভেঙে গিয়েছে। আপাতত দু’জনে মজে দু’জনের প্রেমে। চারহাত কবে এক হবে এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডেকে বলতে শোনা যায়, তাঁর যা বয়স, তিনি এখন কেবলই কেরিয়ারে ফোকাস করতে চান। বিয়ে নিয়ে ভাবার মতো বয়সে তিনি পৌঁছেননি। অন্যদিকে আদিত্য রায় কাপুর এই সম্পর্ক প্রসঙ্গে মুখে এঁটেছেন কুলুপ। প্রেম নয়, কাজ নিয়ে হোক আলোচনা, এমনটাই ইচ্ছে দু’জনের।