AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গভীর প্রেম দেখাতে চুম্বন রাখতে হবে, মনে করি না…’, বললেন বাসবদত্তা

'পদাতিক' ছবিতে গীতা সেনের চরিত্র করার প্রস্তাব গিয়েছিল বাসবদত্তার কাছে। কিন্তু চুম্বন দৃশ্য করতে আপত্তি থাকায় ছবিটা করেননি তিনি। এখন আফসোস হয়? বাসবদত্তা বললেন, ''আমি গভীর প্রেমে বিশ্বাস করি। কিন্তু পর্দায় সেটা ফুটিয়ে তুলতে হলেই, চুম্বন রাখতে হবে, সেটা মনে করি না। যেটা পর্দার জন্য করতে আমি স্বচ্ছন্দ নই, সেটা করলে আড়ষ্টতা ফুটে উঠবে পর্দায়। যখন থেকে অভিনয় করছি, কী-কী করতে চাই না, সেটা মাথার মধ্যে স্পষ্ট।

'গভীর প্রেম দেখাতে চুম্বন রাখতে হবে, মনে করি না...', বললেন বাসবদত্তা
| Edited By: | Updated on: Aug 08, 2025 | 6:46 PM
Share

‘বেলা’ ছবিতে কাজ করছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিতে বেলা দে-র ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আর নীলিমা সান্যালের ভূমিকায় থাকছেন বাসবদত্তা। এই চরিত্রটা কেন নির্বাচন করলেন? বাসবদত্তা বললেন, ”বেলার সঙ্গে নীলিমার যে বন্ধুত্ব, সেটা ভারি সুন্দর। নীলিমা বেলার চেয়ে বয়সে ছোট। কিন্তু বেলা যখন তাঁর কাজে বাধা পাচ্ছেন পরিবার থেকে, তখন নীলিমা বলেন, বাড়ি থেকে বেরিয়ে আসতে। সেই সময়ে এই দুই নারী অনেকের ক্রাশ ছিলেন। সব মিলিয়েই ছবিটা করার কথা ভেবেছি। আমি সেই কাজ করি না, যেখানে শুটিং করতে গেলে, আমার ভালোলাগবে না। নেগেটিভ এনার্জি এড়িয়ে চলি জীবনে।”

‘পদাতিক’ ছবিতে গীতা সেনের চরিত্র করার প্রস্তাব গিয়েছিল বাসবদত্তার কাছে। কিন্তু চুম্বন দৃশ্য করতে আপত্তি থাকায় ছবিটা করেননি তিনি। এখন আফসোস হয়? বাসবদত্তা বললেন, ”আমি গভীর প্রেমে বিশ্বাস করি। কিন্তু পর্দায় সেটা ফুটিয়ে তুলতে হলেই, চুম্বন রাখতে হবে, সেটা মনে করি না। যেটা পর্দার জন্য করতে আমি স্বচ্ছন্দ নই, সেটা করলে আড়ষ্টতা ফুটে উঠবে পর্দায়। যখন থেকে অভিনয় করছি, কী-কী করতে চাই না, সেটা মাথার মধ্যে স্পষ্ট। আমার একটা ইমেজ তৈরি হয়েছে। দর্শকের অনেকেই বলেন, একটা অন্যরকম কিছু দেখার প্রত্যাশা থাকে আমার কাছ থেকে। সব সময়ে যে ছবি বেছেছি, সেটাই যে ভালো হয়েছে তা নয়। তবে দর্শক কীভাবে আমাকে দেখতে পছন্দ করেন, সেটা মাথায় রাখার চেষ্টা করি। ‘পদাতিক’ করিনি বলে একদমই আফসোস নেই।”

‘আসা যাওয়ার মাঝে’ ছবির জন্য বাসবদত্তা কি সবচেয়ে বেশি ফোন পান? অভিনেত্রী হেসে জানালেন, ”সবচেয়ে বেশি ফোন পাই সেরকম হয়তো নয়। তবে ওই কাজটার কথা তাঁরা বলেন, যাঁরা কাজের প্রস্তাব দেন। মুম্বইয়ের অনেকেও বলেছেন। অনেক সময়ে সেই কাজ করতে পারিনি। ছবিটা যখন করেছিলাম, তখন বুঝতে পারিনি, এত বছর ধরে এই ছবিটার কথা সকলে বলবেন।”

বিরতি না নিয়ে কাজ করতে পছন্দ করেন না বাসবদত্তা। পরিবারকে সময় দেওয়া, মেয়েকে বড় করার সময়ে তাঁর পাশে থাকা এগুলো অভিনেত্রীর জীবনে একইরকম গুরুত্বপূর্ণ। তাই প্রায় এক বছরের বিরতির পর বাংলা টেলিভিশনে ফিরলেন তিনি। জানালেন, ঋষি কৌশিকের বিপরীতে প্রধান চরিত্র হলেও, তুলনায় কিছুটা কম সময় দিতে হবে শুটিংয়ে। সেই কারণে এই ধারাবাহিক করার সিদ্ধান্ত নিয়েছেন। আর ঋতুপর্ণা সেনগুপ্ত-বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনীত ‘বেলা’ মুক্তি পাবে ২৮ অগস্ট।