প্রয়াত জুবিন গার্গের স্মরণে নীরবতা পালন ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে
জুবিন গার্গের প্রয়াণে শোক বলিউড-টলিউড জুড়ে। মেগাস্টার দেবের জন্য একের পর এক গান গেয়েছিলেন জুবিন। সঙ্গীত পরিচালক জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে গায়কের গান ঝড় তুলেছিল। সঙ্গীত পরিচালক জিতের প্রাণের বন্ধু ছিলেন গায়ক। যে কারণে গায়কের মৃত্যুর খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন জিত্।

জুবিন গার্গের প্রয়াণে শোক বলিউড-টলিউড জুড়ে। মেগাস্টার দেবের জন্য একের পর এক গান গেয়েছিলেন জুবিন। সঙ্গীত পরিচালক জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে গায়কের গান ঝড় তুলেছিল। সঙ্গীত পরিচালক জিতের প্রাণের বন্ধু ছিলেন গায়ক। যে কারণে গায়কের মৃত্যুর খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন জিত্।
এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’। সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চাঁদের হাট। প্রয়াত গায়কের জন্য এদিন নীরবতা পালন করলেন সকলে মিলে। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে ছিলেন গুরুপদ অধিকারী, দেবের বাবা যিনি। প্রযোজক শ্রীকান্ত মোহতা, রাণা সরকার থেকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো নামী পরিচালকরা। সকলে মিলেই উঠে দাঁড়িয়ে গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করলেন।
সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন। ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি…’ গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন গায়ক। সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সঙ্গীত মহলে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। শুক্রবার সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে যান জুবিন। জানা যায়, স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক।
মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। জুবিনের মৃত্যুর পর তাঁর স্কুবা ডাইভিং করতে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
