কমিক থ্রিলারে ভিকি-কিয়ারার সঙ্গে থাকছেন ভূমি পেডনেকার

এবার একসঙ্গে দেখা যাবে ভূমি-ভিকি এবং কিয়ারাকে, “এই এক্সাইটিং প্রোজেক্টটি বলিউডের তিন তরুণ প্রতিভাকে একসঙ্গে এনেছে। ফিল্মের অভিনীত চরিত্রটি বেশ পছন্দ হয়েছে ভূমির।

কমিক থ্রিলারে ভিকি-কিয়ারার সঙ্গে থাকছেন ভূমি পেডনেকার
ভিকি-ভূমি-কিয়ারা।
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 6:40 PM

বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ভূমি। ভূমি পেডনেকার। তাঁর অভিনয়ের ভার্সেটিলিটি দর্শকের কাছে সমাদৃত। ভিন্ন ধরণের চরিত্র এবং নতুন-নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখা গিয়েছে অভিনত্রীকে। গত শনিবার ‘বধাই দো’র শুটিং শেষ করলেন অভিনেত্রী। ছবিতে ভূমির বিপরীতে রয়েছেন রাজকুমার রাও। শোনা যাচ্ছে, এবার ভিকি কৌশল এবং কিয়ার আদবানির সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন ভূমি পেডনেকার। ছবির নাম ‘মিস্টার লেলে’।

আরও পড়ুন যিশুও কি এ বার বিজেপিতে? কী উত্তর এল?

View this post on Instagram

A post shared by Bhumi ? (@bhumipednekar)

সূত্রের খবর, এবার একসঙ্গে দেখা যাবে ভূমি-ভিকি এবং কিয়ারাকে, “এই এক্সাইটিং প্রোজেক্টটি বলিউডের তিন তরুণ প্রতিভাকে একসঙ্গে এনেছে। ফিল্মের অভিনীত চরিত্রটি বেশ পছন্দ হয়েছে ভূমির। ভিকিও ছবিটির কমেডির প্রেক্ষিত মনগ্রাহী হয়েছে।এবং শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন ভিকি। কমিক থ্রিলার ছবিটির শুটিং শুরু করতে আগ্রহী হয়ে উঠেছে গোটা টিম।” ভিকির চরিত্র সম্পর্কে সূত্রের খবর, ভিকি একজন মহারাষ্ট্রীয় ছেলে, তবে ভূমি এবং কিয়ারার চরিত্র সম্বন্ধে কিছু জানা যায়নি।

View this post on Instagram

A post shared by Bhumi ? (@bhumipednekar)

এক সাক্ষাৎকারে ভূমি পেডনেকার, রাজকুমারের সঙ্গে কাজ প্রসঙ্গে বলেন, “আমি ভেবেছিলাম রাজ এমন একজন যে খুব সিরিয়াস, একটু ইনট্রোভার্ট। কিন্তু ও একেবারেই অমন নয়। অন্তত এই ছবিতে একেবারেই নয়।” ভূমি আরও বলেন, রাজকুমারের মতো দারুণ অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে ভূমির দারুণ লেগেছে।