‘ডাবল ডেট’-এ গেলেন বিগবসের দুই প্রতিযোগী রাহুল-আলি, সঙ্গে কারা?

উইকেণ্ডেই মুম্বইয়ের রাস্তায় এক ফ্রেমে বন্দি হলেন রাহুল এবং তাঁর গার্লফ্রেন্ড দিশা পরমার। অন্যদিকে আলিও হাজির প্রেমিকা এবং একইসঙ্গে বিগবস ফেম জসমিন ভাসিন।

'ডাবল ডেট'-এ গেলেন বিগবসের দুই প্রতিযোগী রাহুল-আলি, সঙ্গে কারা?
আলি- রাহুল।
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 1:31 PM

রাহুল বৈদ্য এবং আলি গোনি– প্রথম জন গায়ক এবং দ্বিতীয় জন অভিনেতা। বিগবসের বাড়িতেই আলাপ এবং সেখান থেকেই বন্ধুত্ব তাঁদের। শো শেষ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু ব্রোম্যান্স চলছে জম্পেশ। এ বার রাহুল-আলি গেলেন ডাবন ডেটে। সঙ্গী হলেন কোন দুই নারী?

উইকেণ্ডেই মুম্বইয়ের রাস্তায় এক ফ্রেমে বন্দি হলেন রাহুল এবং তাঁর গার্লফ্রেন্ড দিশা পরমার। অন্যদিকে আলিও হাজির প্রেমিকা এবং একইসঙ্গে বিগবস ফেম জসমিন ভাসিন। তবে এই প্রথম যে তাঁদের একসঙ্গে আউটিংয়ে দেখা গেল এমনটা নয়। বিগবস থেকে বেরিয়েই ওই চার জনকে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে বহুবার।

বিগবস হাউজে গিয়ে এ বার সবচেয়ে বেশি লাভ হয়েছে আলিরই। জসমিনের মধ্যে খুঁজে পেয়েছেন ভালবাসা। অন্যদিকে রাহুলের মধ্যে খুঁজে পেয়েছেন বন্ধু। গোটা সিজনেই একসঙ্গে মিলেমিশে তাঁদের কাজ, একে অপরের পাশে দাঁড়ান মুগ্ধ করেছিল দর্শকদের। জসমিন যেদিন বিগবস হাউজ থেকে ছিটকে যান, প্রেমিকাকে জড়িয়ে ধরে আলির কান্না ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। উড়ে এসেছিল সমালোচনাও। নেটিজেনদের একাংশের বক্তব্য ছিল এ সবই আদপে টিআরপির খেল যদিও বিগবস থেকে বেরিয়েও এখনও পর্যন্ত অটুট রয়েছে সম্পর্ক। যদিও বিয়ে করবেন সে বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে নারাজ আলি-জসমিন। অন্যদিকে সূত্রের খবর, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন রাহুল এবং দিশা।