Bachchan family: এভাবে পাশ কাটিয়ে চলে গেলেন ঐশ্বর্যা, ‘ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন অমিতাভ’!

Bachchan family: বচ্চন পরিবারের বিচ্ছেদের কালো মেঘ। এরই মধ্যে নতুন বিতর্কে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনকেই উপেক্ষা! একটি ভিডিয়ো ভাইরাল হতেই স্বামী-স্ত্রীর উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। 'ছিঃ'-- এই একটা কথাই মুখে আসছে তাঁদের।

Bachchan family: এভাবে পাশ কাটিয়ে চলে গেলেন ঐশ্বর্যা, 'ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন অমিতাভ'!
পাশ কাটিয়ে চলে গেলেন ছেলে বৌমা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 8:01 PM

বচ্চন পরিবারের বিচ্ছেদের কালো মেঘ। এরই মধ্যে নতুন বিতর্কে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চনকেই উপেক্ষা! একটি ভিডিয়ো ভাইরাল হতেই স্বামী-স্ত্রীর উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। ‘ছিঃ’– এই একটা কথাই মুখে আসছে তাঁদের। কী এমন করেছেন দম্পতি যে হচ্ছে বিস্তর নিন্দে? সম্প্রতি ধীরুভাই অম্বাই আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। ওই স্কুলেই পড়ে অমিতাভের নাতনি আরাধ্যা থেকে শুরু করে শাহরুখের ছেলে আব্রাম ও করণ জোহরের ছেলেমেয়েরা… ছেলে-মেয়েদের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সকলেই। আরাধ্যাকে উৎসাহ দিতে হাজির হন মা-বাবা ও দাদু। স্কুলের নিয়মানুযায়ী অনুষ্ঠান শেষে গ্রুপ ডান্সে নাচতে হয় অভিভাবক-অভিভাবিকাদেরও।

শাহরুখ খানের ‘দিওয়ানগি’ গান বাজামাত্রই ডান্সফ্লোরে হাজির হন শাহরুখ থেকে ঐশ্বর্যা, করিনা থেকে করন জোহর। অমিতাভও আসন ছেড়ে নাচতে ওঠেন। কিন্তু ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজেনদের দাবি, অমিতাভকে ছেড়েই স্বামী-স্ত্রী মেতে ওঠেন আনন্দে। তাঁদের সঙ্গ দেন বাকিরা। ওদিকে এককোণে কচিকাঁচাদের সঙ্গে হাততালি দিয়ে নাচের চেষ্টা করতে দেখা যায় ‘অ্যাঙরি ইয়ঙ ম্যান’কে। অভিষেক বাবর দিকে একবার এগিয়ে যান বটে, কিন্তু ঐশ্বর্যাকে ওই দিকে পা দিতেই দেখা যায়নি। এর পরেই শুরু হয়েছে তুমুল নিন্দে। ‘অসহায়-একাকী’ অমিতাভকে দেখে চোখে জল তাঁর ভক্তদের! তাঁদের প্রশ্ন, “বয়স হয়েছে বলেই কি তিনি ব্রাত্য? কেন এমন আচরণ?”– প্রশ্ন তুলেছেন তাঁরা।

দেখে নিন সেই ভিডিয়ো…

SRK, Aishwarya, ABsr, KJo and other dancing to OSO byu/skyfullofstars19 inBollyBlindsNGossip

এই মুহূর্তে অভিষেক ও ঐশ্বর্যার বিচ্ছেদ নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। শোনা যাচ্ছে জয়া বচ্চনের সঙ্গে কিছুতেই সম্পর্ক ভাল যাচ্ছে না তাঁর। সেই কারণেই নাকি বচ্চন পরিবার থেকে আলাদা থাকছেন তিনি। ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এখনই যদি বিচ্ছেদের দিকে হাঁটতে চাইছেন না তাঁরা। আলাদা থেকে সব ঠিক করার মরিয়ার প্রচেষ্টায় তাঁরা।