Akshay Kumar: ‘আমিও মানুষ…’, ৫ ফ্লপের পর কটাক্ষ নিয়ে মুখ খুললেন অক্ষয়
Bollywood Gossip: কোথাও গিয়ে যেন এই সমীকরণ মেনে নিতে পারছেন না অক্ষয় কুমার। এক বা দুই নয়, পর পর পাঁচ ফ্লপ, এই চরম কটাক্ষের সঙ্গে কীভাবে লড়াই করেন অক্ষয় কুমার? সদ্য এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন।
অক্ষয় কুমার, একটা সময় একের পর এক হিট ছবি উপহার দেওয়া স্টার হঠাৎ করেই যেন কেমন দর্শকদের মন জয় করে উঠতে পারছেন না। যে ছবি মুক্তি পাচ্ছে, তাই রাতারাতি ফ্লপের তকমা পাচ্ছে। কোথাও গিয়ে যেন এই সমীকরণ মেনে নিতে পারছেন না অক্ষয় কুমার। এক বা দুই নয়, পর পর পাঁচ ফ্লপ, এই চরম কটাক্ষের সঙ্গে কীভাবে লড়াই করেন অক্ষয় কুমার? সদ্য এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন। একটা সময় ফ্লপ ছবির তকমা সহ্য করতে না পেরে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যিনি, সেই স্টারই এখন বলিউজের অন্যতম কাণ্ডারী। তবে তাতে খুব একটা লাভের লাভ হচ্ছে না। কারণ একটাই। পর পর ফ্লপ ছবি হওয়ায় অক্ষয় কুমারের প্রতি দর্শকদের চাহিদা বেশ কিছুটা কমেছে।
সদ্য নিজের নতুন পোশাকের সংস্থার উদ্বোধন করলেন অক্ষয় কুমার। সেই মর্মেই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয়কে বললেন, ‘আমি জীবনে অনেক ওঠা-পড়া দেখেছি। যার মধ্যে খুব স্বাভাবিক হচ্ছে যখন কিছু ভাল হয়, সবাই ভাল-ভাল বলেন। যখন খারাপ হয়, তখন এতটাই কটাক্ষের শিকার হতে হয়, যা হয়তো আপনি কল্পনাও করেননি। আমি একজন মানুষ। ভাল হলে ভাললাগে, খারাপ হলে খারাপ লাগে।’
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘তবে একটা বিষয় নিয়ে আমার গর্ব হয় যে দিনের শেষে আমি ঝেড়ে ফেলতে জানি। আমি এগিয়ে যেতে জানি। আমার এই ক্ষমতাটাই আমায় এগিয়ে যেতে সাহায্য করে। প্রথম যেদিন নতুন কাজ শুরু করি, সেদিন থেকেই এক নতুন উদ্যোম আমার মধ্যে কাজ করে। আমি কাজ করতে ভালবাসি। এটা থেকে আমায় কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। তোমাকে এগিয়ে যেতে হবে। সততার সঙ্গে কাজ করলে তার ফল একদিন নয় একদিন ফেরত পাওয়া যায়। আমি এভাবেই সমালোচনার সঙ্গে লড়াই করে থাকি।’