Salman Khan: সলমনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ, চরিত্রে ফের কালো দাগ!
Salman Khan: এ বার বিগবস প্রথম থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাজিদ খানকে নেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন অনেকেই। সাজিদের বিরুদ্ধে রয়েছে, যৌন হেনস্থার অভিযোগ।
সলমন খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ, তাঁর বিরুদ্ধে রয়েছে গড়াপেটার অভিযোগ। তাঁর ইচ্ছেতেই নাকি অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে সেরার তকমা– অভিযোগ এমনটাই। যদিও পাল্টা যুক্তিও রয়েছে। তবে চর্চা থামছেই না। গতকাল অর্থাৎ রবিবার রাতে বিগবসের এই সিজনের বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়ে গিয়েছেন র্যাপার এমসি স্ট্যান। এর পর থেকেই মূলত ক্ষোভের সূত্রপাত। বিগবস অনুরাগীদের একাংশের অভিমত, কোনও দিক দিয়েই প্রথম হওয়ার সাজে না স্ট্যানের। বিজয়ীর ট্রফি প্রিয়াঙ্কা চাহারেরই প্রাপ্য ছিল, এমনটাই দাবি তাঁদের একটা বড় অংশের। প্রিয়াঙ্কা সলমনেরও বেজায় প্রিয় ছিলেন। প্রথম থেকেই নানা অসুবিধে সত্ত্বেও স্বতন্ত্রতা বজায় রেখেছিলেন তিনি। এমনকি সলমন নিজেও তাঁকে পছন্দ করতেন। সকলের সামনেই বলেছিলেন, প্রিয়াঙ্কার নাকি বলিউডের অভিনেত্রী হওয়ার মতো প্রতিভা রয়েছে। তা সত্ত্বেও কেন তিনি বিগবসে জয়ী হলেন না, এ প্রশ্ন তুলেছেন সকলেই। যদিও নির্মাতাদের দাবি দর্শকের ভোটেই নাকি বেছে নেওয়া হয়েছে স্ট্যানকে। কিন্তু সে কথা মানতে নারাজ তাঁরা। তাঁদের প্রশ্ন, ইন্ডাস্ট্রিতে সলমনের অনুমতিতেই নিয়ন্ত্রিত হয় অনেক কিছুই, এ তো স্রেফ বিজয়ীর নাম, তাঁর অনুমতি ছাড়া আদপে স্ট্যানের বিজেতা হওয়া সম্ভব?
এ বার বিগবস প্রথম থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাজিদ খানকে নেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন অনেকেই। সাজিদের বিরুদ্ধে রয়েছে, যৌন হেনস্থার অভিযোগ। তা সত্ত্বেও কেন তাঁকে এক রিয়ালিটি শো-য়ে জায়গা দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। যদিও উত্তর মেলেনি। যেমন স্ট্যানের বিজয় নিয়েও উত্তর মিলছে না অনেক বিগবসপ্রেমীর।