Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay-Raveena Romance: প্রেম ভাঙার ২০ বছর পর ফের কাছাকাছি আসবেন অক্ষয়-রবিনা

Akshay-Raveena: অক্ষয় এবং রবিনাকে শেষবার সঙ্গে দেখা যায় ২০০৪ সালে 'পুলিশ ফোর্স অ্যান ইনসাইড স্টোরি'তে। এবার ফের তাঁদের দেখা যাবে 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল'-এ। এক সংবাদ সংস্থাকে অক্ষয় বলেছেন,"আমি এবং রবিনা একটি ছবি করছি একসঙ্গে। সেই ছবির নাম 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল'। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। আমরা একসঙ্গে বহু ছবি করেছি। অধিকাংশই হিট। ওর সঙ্গে শুটিং করার জন্য মুখিয়ে আছি আমি। দর্শক ফের আমাদের একসঙ্গে দেখতে পাবেন পর্দায়।"

Akshay-Raveena Romance: প্রেম ভাঙার ২০ বছর পর ফের কাছাকাছি আসবেন অক্ষয়-রবিনা
অক্ষয় কুমার এবং রবিনা টন্ডন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 4:36 PM

‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘মহড়া’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ৯০ দশকের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। কেবল তাই নয়, ‘তু চিজ় বড়ি হ্যা মস্ত মস্ত’ এবং ‘টিপ টিপ বরসা পানি’র মতো গানে তাঁদের পারফরমান্স আজও দর্শক ভোলেনি। তাঁদের মধ্যে সম্পর্কও ছিল। বেশ চর্চাও ছিল তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে। কিন্তু একটা সময় পর সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডির কন্যা টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। তাঁরা এখন ঘর-সংসার করছেন। মাঝের অনেকগুলো বছর রবিনার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না অক্ষয়ের। এবার দীর্ঘ ২০ বছর পর দেখা-সাক্ষাৎ হল দু’জনের। কেবল তাই নয়, একসঙ্গে অভিনয়ও করবেন তাঁরা।

অক্ষয় এবং রবিনাকে শেষবার সঙ্গে দেখা যায় ২০০৪ সালে ‘পুলিশ ফোর্স অ্যান ইনসাইড স্টোরি’তে। এবার ফের তাঁদের দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’-এ। এক সংবাদ সংস্থাকে অক্ষয় বলেছেন,”আমি এবং রবিনা একটি ছবি করছি একসঙ্গে। সেই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’। শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। আমরা একসঙ্গে বহু ছবি করেছি। অধিকাংশই হিট। ওর সঙ্গে শুটিং করার জন্য মুখিয়ে আছি আমি। দর্শক ফের আমাদের একসঙ্গে দেখতে পাবেন পর্দায়।”

সম্প্রতি অক্ষয়ের কোনও ছবি বক্স অফিসে ভালো চলেনি। একে-একে ফ্লপ করেছে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘বচ্চন পান্ডে’র মতো ছবি। লকডাউনের পর প্রথম ছবি ফলে মুক্তি পায় অক্ষয় কুমারেরই। ‘বেল বাটমস’ এবং ‘সূর্যবংশী’ ভালো পারফর্ম করলেও বাকি ছবিগুলি তেমনভাবে টিকতেই পারেনি বক্স অফিসে। অল্প সময়ে এতগুলো ছবিতে অভিনয় করার তীব্র কটাক্ষও সহ্য করতে হয়েছে অক্ষয়কে। এবার প্রাক্তন প্রেমিকা রবিনার সঙ্গে অভিনয় করে বক্স অফিসে ফের জায়গা ফিরে পেতে চাইছেন অক্ষয়। তিনি কি ফিরে পাবেন হারিয়ে যাওয়া সাফল্য?