Sunny Deol: দেওল পরিবারে বাবা-ছেলেরা কেউই এক ঘরে থাকে না, জানালেন সানি
Deol Family: পরিবার নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। জানিয়েছেন, বাবা ধর্মেন্দ্রকে অসম্ভব ভয় পেতেন তিনি। তাঁর দুই ছেলে করণ এবং রাজবীর যখন ছোট ছিলেন তাঁরাও সানিকে ভয় পেতেন। একটি সাক্ষাৎকারে রাজবীর জানিয়েছেন, বাবা তাঁর কাছে ছিলেন ছোটবেলায় ত্রাশ। কিন্তু বড় হতেই তিনি বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন অভিনেতার।
একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। তিনি ধর্মেন্দ্রর প্রথম পক্ষের ছেলে। ধর্মেন্দ্র তাঁর দুই পুত্র সানি দেওল এবং ববি দেওলকে নিয়ে থাকেন একই বাড়িতে। তাঁরা একই ছাদের তলায় বছরের পর বছর বাস করছেন। কী সেই একসঙ্গে বসবাস করার মন্ত্র, এবার স্পষ্ট করলেন সানি।
সম্প্রতি টিনসেল টাউনে বেশ জাঁকিয়ে বসেছেন সানি দেওল। মুক্তি পেয়েছে তাঁর ‘গদর ২’। এই ছবিটি ‘গদর’ ছবির সিক্যুয়েল। সিকুয়্য়েল হিট করার পর সানি দেওলের ঝুলিতে এখন অনেক ছবির অফার। তাঁকে সম্প্রতি আমির খান বলেছেন, তাঁর প্রযোজনায় তৈরি ‘লাহোর, ১৯৪৭’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সানি। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে হনুমানের চরিত্র নাকি দেখা যাবে সানিকেই। ‘গদর ২’ তা হলে সত্যিই ভাগ্য ফেরাল সানির?
এবার পরিবার নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। জানিয়েছেন, বাবা ধর্মেন্দ্রকে অসম্ভব ভয় পেতেন তিনি। তাঁর দুই ছেলে করণ এবং রাজবীর যখন ছোট ছিলেন তাঁরাও সানিকে ভয় পেতেন। একটি সাক্ষাৎকারে রাজবীর জানিয়েছেন, বাবা তাঁর কাছে ছিলেন ছোটবেলায় ত্রাশ। কিন্তু বড় হতেই তিনি বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন অভিনেতার।
সানি এও জানিয়েছেন, তাঁদের পরিবারের কোনও পুরুষই একসঙ্গে এক ঘরে থাকেন না। প্রত্যেকেই নিজস্ব কাজে ব্যস্ত থাকে। কেউ কারও কাজে হস্তক্ষেপ করেন না। এই প্রশান্তির জায়গা আছে বলেই বছরের পর-বছর দেওল পরিবার একই ছাদের তলায় বসবাস করতে পারছে। সানি জানিয়েছিলেন, তাঁর পুত্র রাজবীরের ডিসলেক্সিয়া ছিল ছোটবেলায়। স্কুলে পড়াকালীন নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই প্রতিকূলতাকে পিছনে ফেলেছিলেন রাজবীর। নিজের খামতিকে কখনওই খুব গুরুত্ব দেননি তিনি। বরং আরও উন্নত হওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টাই বরাবর ভালো লেগেছে তাঁর বাবা সানির।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাজবীরের প্রথম বলিউড ছবি ‘দোনো’। ছবিতে পরিচালক হিসেবে ডেবিউ করেছেন সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া। রয়েছেন অভিনেত্রী পুনম ধিলনের কন্যা পালোমাও। যদিও বলিউডের এত সদস্য থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসের তেমন ফল করতে পারেনি।