Hrithik Roshan: ‘টাইগার থ্রি’তে যুক্ত হলেন হৃত্বিক, কতখানি স্ক্রিন টাইম পেলেন অভিনেতা?
Tiger 3 Cameo: ৪ নভেম্বর, ২০২৩ 'টাইগার থ্রি'-এর জন্য শুটিং করলেন হৃত্বিক রোশন। সেন্সর বোর্ডে ফের পাঠানো হল ছবি। পাশ করল এবং দেখা গেল বেড়েছে সময়। কতখানি স্ক্রিন জুড়ে থাকবেন হৃত্বিক। কোন চরিত্রেই বা দেখা যাবে তাঁকে। পুরোটাই নাকি একটা চমক।

১২ নভেম্বর, রবিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’। সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনয় করেছেন সেই ছবিতে। যশরাজ স্পাই ইউনিভার্সের ছবি সেটি। টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় সংস্করণ। আগে থেকেই খবর ছিল ‘টাইগার থ্রি’তে ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান। যশরাজের ‘পাঠান’ স্পাই ছবিতে ‘পাঠান’ ছিলেন শাহরুখ। সেই চরিত্রটিই থাকছে ‘টাইগার থ্রি’তে। ঠিক যেমন সমলনকে টাইগারের চরিত্রে ক্যামিও করতে দেখা যায় ‘পাঠান’-এ। ‘টাইগার থ্রি’তে ক্যামিও করছেন আরও এক তারকা–হৃত্বিক রোশন। যাঁকে যশরাজের স্পাই-ছবি ‘ওয়ার’-এ কবীরের চরিত্রে দেখা যায় ২০১৯ সালে।
‘টাইগার থ্রি’তে নতুনভাবে ঢোকানো হয়েছে ‘কবীর’ হৃত্বিক রোশনকে। শনিবার, ৪ নভেম্বর, সিন শুট করা হয়েছে মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে। কবীর হয়ে শুটিং করার সময় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃত্বিক।
সূত্র জানিয়েছেন, ২৭ অক্টোবরই সেন্সর বোর্ড পাশ করে দিয়েছিল ছবিটি। তবে ফের একবার সেন্সর বোর্ডের কাছে পাঠানো হয়েছে ছবিটি। নতুন অংশটি জোড়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত। ৬ নভেম্বর সেন্সর বোর্ড থেকে পাশ শংসাপত্র পেয়েছে ‘টাইগার থ্রি’। হৃত্বিকের দৃশ্য ঢুকেছে বলে শো টাইমও বেড়েছে অনেকটাই। ২ ঘণ্টা ৩৩ মিনিটের জায়গায়, ২ ঘণ্টা ৩৬ মিনিট হয়েছে। সুতরাং, হৃত্বিককে স্ক্রিনে দেখা যাবে ২ ঘণ্টা ২২ মিনিট।





