Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jackie Shroff: ‘রাম-লক্ষ্মণের’ রিমেকে তাঁর ও অনিল কাপুরের জায়গায় কাদের চান জ্যাকি শ্রফ?

২০২২-এ দাঁড়িয়ে যদি সেই ছবির রিমেক হয় তবে কোন অভিনেতাদের রাম-লক্ষ্মণের ভূমিকায় দেখতে চান জ্যাকি শ্রফ? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।

Jackie Shroff: 'রাম-লক্ষ্মণের' রিমেকে তাঁর ও অনিল কাপুরের জায়গায় কাদের চান জ্যাকি শ্রফ?
রিল দুনিয়ায় রাম-লক্ষ্মণ।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 3:12 PM

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল সুভাষ ঘাইয়ের অন্যতম সুপারহিট ছবি রাম-লক্ষ্মণ। সম্প্রতি সেই ছবি পূর্ণ করেছে ৩৩ বছর। ছবিতে রাম হয়েছিলেন জ্যাকি শ্রফ। আর অনিল কাপুরকে দেখা গিয়েছিল লক্ষ্মণের ভূমিকায়। ২০২২-এ দাঁড়িয়ে যদি সেই ছবির রিমেক হয় তবে কোন অভিনেতাদের রাম-লক্ষ্মণের ভূমিকায় দেখতে চান জ্যাকি শ্রফ? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা। একই সঙ্গে ওই ছবি নিয়ে জানালেন এমন কিছু অজানা কথা যা এতদিন ছিল অন্তরালেই।

জ্যাকি জানিয়েছেন, ছবিটি করার সময় সুভাষ ঘাইয়ের কাছে সম্পূর্ণ স্ক্রিপ্টও ছিল না। যেমনটা পরিচালক বলেছিলেন ঠিক তেমনটাই করেছেন জ্যাকি ও অনিল। তাঁর কথায়, “ব্যাপারটা এমন দাঁড়িয়েছিল বছরে একটা করে ছবি সুভাষ ঘাইয়ের সঙ্গে আমি করবই। সুভাষজি আমায় এই ছবিটি করতে চলতেই আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। শুধু জানতাম দুই ভাইকে নিয়ে এই ছবি।” ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকি। সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করেছে এই সাক্ষাৎকারে। তিনি বলেন, “আমাদের মধ্যেকার সম্পর্ক সেই ‘আল্লা রাখা’ থেকেই ছিল ভীষণ মধুর। ওঁর সঙ্গে কাজ করা নিঃসন্দেহে আমার কাছেও ছিল প্রাপ্তি। যখন উনি আমার সঙ্গে ছবিটি করেন তখন আমি ছিলাম নেহাতই নগণ্য অন্যদিকে ডিম্পল কাপাডিয়া ছিলেন ‘ডিম্পল কাপাডিয়াই’ অথবা ‘ডিম্পল ম্যাম’। কিন্তু জুনিয়রদের মধ্যে ভেদাভেদ করেননি কখনওই।”

ছবিতে অনিল কাপুর অভিনয় করেছিলেন তাঁর ভাইয়ের চরিত্রে অথচ বাস্তব জীবনে অনিলের থেকে বছর খানেকের ছোট জ্যাকি শ্রফ। ট্রাউজার শেয়ার করা থেকে শুরু করে, অনিলের তৎকালীন প্রেমিকা সুনিতা (বর্তমানে স্ত্রী) এ সবেরই সাক্ষী ছিলেন জ্যাকি। তিনি যোগ করেন, “আমার কোনওদিনই কোনও ইগো ছিল না। আমার চরিত্র কতটা জায়গা জুড়ে, কে আমার চেয়ে বেশি টাকা পেল এই নিয়ে ভাবিত ছিলাম না।” রাম-লক্ষ্মণ যদি আবার তৈরি করা হয় জ্যাকির মতে কে রাম হবেন আর কেই বা হবেন লক্ষ্মণ? তাঁর সাফ জবাব, “যদি রিমেক হয় তবে রাম ও লক্ষ্মণ হিসেবে আবারও আমাকে ও জ্যাকিকেই নেওয়া উচিত। আমরা একেবারেই বদলাইনি যে।”