Alia-Ranbir Wedding: আলিয়া-রণবীরের ‘বিবাহ অভিযান’-এর প্রথম ছবি শেয়ার দিদি করিশ্মার

Alia-Ranbir Wedding: করিশ্মাই প্রথম শেয়ার করলেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানের ছবি।

Alia-Ranbir Wedding: আলিয়া-রণবীরের 'বিবাহ অভিযান'-এর প্রথম ছবি শেয়ার দিদি করিশ্মার
রালিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 11:34 AM

বাজছে সানাই। গমগম করছে গোটা বাড়ি। আজই আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে। রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে যেন হাজার আলোর রোশনাই। একে একে হাজির কাপুর ও ভাট পরিবারের সদস্যরা। কিন্তু কড়া নিরাপত্তার চক্করে সেখানে গলার সুযোগ নিয়ে একটি মাছিরও। ওদিকে পাপারাজ্জিরা ওৎ পেতে, কখন একটা ছবির হদিশ মেলে। গোটা বাড়িতেই নিশ্ছিদ্র নিরাপত্তা, যেন যুদ্ধক্ষেত্র! রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানের অন্দরে কী হচ্ছে তা জানতে না পেরে যদি মন আপনার খারাপ হয়ে থাকে তবে ধন্যবাদ জানান রণবীরের তুতো দিদি করিশ্মা কাপুরকে।

করিশ্মাই প্রথম শেয়ার করলেন রণবীর ও আলিয়ার বিয়ের অনুষ্ঠানের ছবি। ইনস্টাগ্রাম স্টোরি নিজের মেহেন্দি ঢাকা পায়ের ছবি শেয়ার করে করিশ্মা লেখেন, ‘আই লাভ মেহেন্দি’। ওই মেহেন্দি যে ভাইয়ের বিবাহ অভিযানেই তোলা তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। তবে এখানেই কিন্তু শেষ নয়। রণবীরের নিজের দিদি ঋদ্ধিমাও শেয়ার করেছেন তাঁর মেহেন্দি পরা হাতের ছবি।

দেখুন ছবি।

১৩ তারিখ অনুষ্ঠিত হয়েছে আলিয়া-রণবীরের মেহেন্দির অনুষ্ঠান । করিনা কাপুর খান থেকে শুরু করে করিশ্মা কাপুর, আদর জৈন, করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় অংশ নিয়েছিল সেই অনুষ্ঠানে। আজ তাঁদের বিয়ের দিন। নিতু কাপুর বুধবার সন্ধেতেই এই খবর জানিয়েছিলেন গোটা দুনিয়াকে। শোনা গিয়েছিল বিয়েতে হাতেগোনা কয়েকজন আলিয়া-রণবীরকে ডেকে পাঠালেও তাজ ল্যান্ডস এন্ডে নাকি ধুমধাম করে হবে বৌভাত। তবে ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট জানাচ্ছে রিসেপশনের জায়গার নাকি পরিবর্তন হয়েছে। তাজ ল্যান্ডের বদলে বিয়ে নাকি হতে চলেছে তাজ কোলাবাতে। ব্যস চার বছর আগে শুরু হওয়ার প্রেম পরিণতি পাচ্ছে আজ। ভক্তরা অপেক্ষা করে আছেন সেই শুভ মুহূর্তের জন্য।

আরও পড়ুন- Priyanka Chopra: মেয়ের নাম কী রেখেছেন? মুখ খুললেন প্রিয়াঙ্কা…