Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parineeti Chopra: ভাইকে কোন কাজের কৃতিত্ব দিলেন না পরিণীতি, প্রকাশ্যে মুখ খুললেন তাঁর ভাই?

ছোট ভাই শিবাঙ্গকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন পরিণীতি। মালদ্বীপে ছোটবেলা ফিরে পেয়েছেন তিনি।

Parineeti Chopra: ভাইকে কোন কাজের কৃতিত্ব দিলেন না পরিণীতি, প্রকাশ্যে মুখ খুললেন তাঁর ভাই?
পরিণীতি চোপড়া
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2021 | 11:36 PM

মাঝ সমুদ্রে গোটা শরীর ডুবিয়ে দিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। ৫ মাস ইউরোপে কাটিয়ে দেশে ফিরেই ফের মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিলেন পরিণীতি। তবে এবার তিনি একা নন। পরিবারের সঙ্গে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন অভিনেত্রী। বিশেষ করে তাঁর ভাই শিবাঙ্গের সঙ্গে।

সোমবার একটি ছবি পরিণীতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মাঝ সমুদ্রে গলা পর্যন্ত তাঁর জল। তিনি ভাসছেন। আসলে স্কুবা ডাইভিং করছেন। আগের পোস্টেই তিনি জানিয়েছিলেন, ৭দিন একটি বোটে থাকবেন তিনি ও ভাই। তাই দেখে দিদি প্রিয়াঙ্কা চোপড়া ফোটো পাঠাতে বলেছেন। পরিণীতিও সকলকে আপডেট দেবেন বলেছেন। তারপর এই ছবিটি তুলেছেন তাঁর ভাই। কিন্তু ভাইকে ‘ফোটো ক্রেডিট’ দেননি অভিনেত্রী। কীভাবে তা জানা গেল?

পরিণীতির পোস্টে কমেন্ট করেছেন শিবাঙ্গ। লিখেছেন, “আমার ফোটো ক্রেডিট?” তাতেই স্পষ্ট হয়েছে ভাইকে দিয়ে এই কঠিন মুহূর্তের ছবি তুলিয়ে তাঁকে ক্রেডিট দেননি পরিণীতি। যদিও ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের বোটগুলো এখন একটি বড় চ্যানেল পার করছে। পরে দেখা হচ্ছে কেমন। ততক্ষণ রেস্ট করুন। গেম খেলুন…”

ছোট ভাই শিবাঙ্গকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন পরিণীতি। মালদ্বীপে ছোটবেলা ফিরে পেয়েছেন তিনি। দু’জনে একসঙ্গে গান শিখেছিলেন। ভাইয়ের সঙ্গে বহুদিন গলা ছেড়ে গান করেননি অভিনেত্রী। তাই মালদ্বীপে দিয়ে গানও করেন দু’জনে। কলঙ্ক ছবির ‘কলঙ্ক নেহি’ গানটি গেয়েছেন দু’জনে। কোনও মিউজিক ছাড়াই খালি গলায় গলা মিলিয়েছেন দিব্যি।

সেই গানের ভিডিয়ো তৈরি করে শেয়ারও করেছেন পরিণীতি। ভিডিয়োটি মন জয় করেছে হাজার হাজার মানুষের। এমনকী, তারকারাও উপভোগ করছেন ভিডিয়োর বিষয়বস্তু। অভিনেতা আয়ুষ্মান খুরানা ভালবাসা পাঠিয়েছেন, হাত তালিও দিয়েছেন।

আরও পড়ুন: Sardar Udham: প্রকাশ্যে ‘সর্দার উধাম’-এর টিজ়ার; জানা গেল মুক্তির তারিখ

আরও পড়ুন: Madhumita Sarcar: প্রকাণ্ড জলাশয় থেকে শাপলা হাতে উঠে এলেন মধুমিতা, ব্যাপারখানা কী?

আরও পড়ুনShilpa Shetty: এই বয়সেই ছোট বোন শামিশার দায়িত্ব নিল শিল্পার একরত্তি পুত্র ভিভান!