আর কোনওদিনও অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করতে চান না রাম গোপাল বর্মা!

এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কেন আমি অনুরাগের সঙ্গে কাজ করব ? অনুরাগ নিজেই নিজের কেরিয়ার তৈরি করে নিয়েছে। ও লেখে। পরিচালনা করে। তাই আমাদের একসঙ্গে আর কাজ করার প্রশ্নই ওঠে না।"

আর কোনওদিনও অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করতে চান না রাম গোপাল বর্মা!
Follow Us:
| Updated on: May 24, 2021 | 6:53 PM

এর আগে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কিন্তু ভবিষ্যতে আর অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করতে চান না রাম গোপাল বর্মা। রাগারাগি-ঝগড়া কিছুই হয়নি তাঁদের মধ্যে। কারণ হিসেবে রাম গোপাল জানাচ্ছেন অনুরাগের সংবেদনশীল মনের সঙ্গে আর যোগসূত্র খুঁজে পান না তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেন আমি অনুরাগের সঙ্গে কাজ করব ? অনুরাগ নিজেই নিজের কেরিয়ার তৈরি করে নিয়েছে। ও লেখে। পরিচালনা করে। তাই আমাদের একসঙ্গে আর কাজ করার প্রশ্নই ওঠে না।” তিনি আরও যোগ করেন, “আর তা ছাড়া এই মুহূর্তে ওর সংবেদনশীলতার সঙ্গে নিজের মিল খুঁজে পাইনা আমি, আমি নিশ্চিত ওর ক্ষেত্রেও বিষয়টি এক।”

আরও পড়ুন : অনুষ্কার আগে কোন অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বিরাট?

গত বছর অনুরাগ কাশ্যপের উপর যখন #মিটু অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন রাম গোপাল বর্মা। তিনি বলেন, “অনুরাগের মতো এমন একজন আবেগপ্রবণ মানুষ আমি খুব কমই দেখেছি। গত কুড়ি বছরে ওঁকে কাউকে আঘাত দিয়ে কথা বলতে দেখিনি। “অন্যদিকে বছর খানের আগে রাম গোপাল বর্মা সম্পর্কে অনুরাগ বলেছিলেন, “রামু আমাদের সিনেমার জন্য অনেকের থেকে অনেক বেশি কাজ করেছে। কিন্তু বর্তমানে এই যে গোটা পৃথিবীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখার ওর যে মরিয়া প্রচেষ্টা তা আমার ভাল লাগে না।”