Salman Khan: ‘টাইগার থ্রি-র প্রথম শো দেখতে পারব না’, কেন জানিয়ে দিলেন সলমন
Tiger 3: সলমন খান প্রথম এই ইউনিভার্সের অংশ হয়ে উঠল। ছবি মুক্তি নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা তুঙ্গে। সলমন খানও ছবির প্রচারে ব্যস্ত। 'জওয়ান' ছবির মতো এই ছবির প্রথম শো ভোর-ভোর শুরু হয়ে যাচ্ছে। টাইগার থ্রি-র এই শো দেখা যাবে ভোর ছ'টায়। কিন্তু কী এমন সমস্যা হল সলমন খানের?

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষার, দুই দিন পরই মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ছবি টাইগার থ্রি। যা ইতিমধ্যেই সিনেপাড়ায় ঝড় তুলেছে। মুক্তির আগেই লাখ লাখ টিকিট বিক্রি। মোট ১০ কোটির অগ্রীম বুকিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সলমন খানের টাইগার সিরিজ প্রতিটাই হিট। তবে এবার এই ছবিকে বিশেষভাবেই সাজিয়ে তোলা হয়েছে দর্শকদের জন্য। শাহরুখ খানের কেমিও থেকে শুরু করে কবীর লুকে হৃত্বিকের উপস্থিতি, তালিকা থেকে বাদ পড়ছেন না কেউ। কারণ একটাই, এই ছবি এবার স্পাই ইউনিভার্সে নাম লেখাল। সলমন খান এই প্রথম এই ইউনিভার্সের অংশ হয়ে উঠল। ছবি মুক্তি নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা তুঙ্গে। সলমন খানও ছবির প্রচারে ব্যস্ত। জওয়ান ছবির মতো এই ছবির প্রথম শো ভোর ভোর শুরু হয়ে যাচ্ছে। সলমন খানের ছবির প্রথম শো দেখা যাবে ভোর ছটায় দেখান হবে।
ছবির প্রচারে এসে সলমন খান জানিয়ে দিলেন এই শো তিনি হয়তো দেখতে পারবেন না। কারণও স্পষ্ট করে দিলেন। তিনি যে এই মন্তব্য মজার ছলেই করেছেন, তাও স্পষ্ট হয়ে গেল। কারণ সলমন খান বরাবরই ভোর রাত পর্যন্ত জেগে থাকায় বিশ্বাসী, তবে ভোরে উঠতে তিনি পারেন না। তিনি এ কথা বারবার প্রকাশ্যে জানিয়েছেন। সলমন খানের পক্ষে তাই নিজের ছবির ক্ষেত্রেও এই নিয়ম পাল্টে ফেলা সম্ভবপর নয়। কারণ তিনি কোনও মতেই ওই সময় উঠে ছবি দেখতে পারবেন না। তবে তিনি একাই নন, শাহরুখ খানও একটা সময় মধ্যরাত পর্যন্ত জেগে থাকতেন। যদিও বর্তমানে পাল্টে গিয়েছে তাঁর রুটিন। তবে একমাত্র অক্ষয় কুমারই বলিউডের সব থেকে সময় সম্পর্কে সচেতন অভিনেতা, তিনি ভোর ৪টের মধ্যে উঠে শরীর চর্চা করে থাকেন। কিন্তু সলমন খান নিজেই জানিয়ে দেন, তাঁর পক্ষে নেহাতই কঠিন বিষয়।





