Tiger 3 Controversy: টুকলির অভিযোগে বিদ্ধ ‘টাইগার থ্রি’, ট্রেলারের ময়নাতদন্তে নেমে তোপ নেটিজ়েনদের

Bollywood Controversy: বিভিন্ন ছবি থেকে হুবহু টুকে ফেলা হয়েছে। অর্থাৎ এই ছবির বিভিন্ন অ্যাকশন দৃশ্যের ক্লিপিং এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রেলার মুক্তির পর থেকে। কখনও সলমন খানের ফাইট কখনও আবার ক্যাটরিনা কাইফের তোয়ালে জড়িয়ে অ্যাকশন, অধিকাংশ দৃশ্যই নাকি কপি করা।

Tiger 3 Controversy: টুকলির অভিযোগে বিদ্ধ 'টাইগার থ্রি', ট্রেলারের ময়নাতদন্তে নেমে তোপ নেটিজ়েনদের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 1:44 PM

চলতি বছরে সলমন খানের দ্বিতীয় ছবি টাইগার থ্রি মুক্তি পেতে চলেছে। ভাইজানের সেই বহুপ্রতিক্ষীত টাইগার থ্রি টেলারও প্রকাশ্যে এসেছে সদ্য। আর তা মুক্তি পাওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। এক শ্রেণি প্রশংসা করছেন যেমন, তেমনই আবার অপর শ্রেণির নজরে ট্রেলারের খামতি। এই ট্রেলারকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না নেটদুনিয়া। আর এই কটাক্ষের বিষয় কী জানেন? তা হল ট্রেলারের মাধ্যমে প্রকাশে আসা বেশ কিছু দৃশ্য। নেট দুনিয়ার একাংশের দাবি, তা নাকি বিভিন্ন ছবি থেকে হুবহু টুকে ফেলা হয়েছে। অর্থাৎ এই ছবির বিভিন্ন অ্যাকশন দৃশ্যের ক্লিপিং এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ট্রেলার মুক্তির পর থেকে। কখনও সলমন খানের ফাইট কখনও আবার ক্যাটরিনা কাইফের তোয়ালে জড়িয়ে অ্যাকশন, অধিকাংশ দৃশ্যই নাকি কপি করা।

এর অধিকাংশ দৃশ্যই নাকি অন্যান্য ছবি থেকে নেওয়া হয়েছে। জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার কিবাকিবি এবার খুঁটিয়ে বার করলেন সে সমস্ত গলতি। দক্ষিণের সুপারহিট ছবি আর আর আর থেকে অনুপ্রাণিত একটি অংশ হল ট্রেনলাইনে বিস্ফোরণ। একইভাবে রামচরণ ও জুনিয়র এনটিআর যখন একটি শিশুর প্রাণ রক্ষা করছিলেন ব্রিজের উপরে তখনও এই একই ধরনের এক বিস্ফোরণ দেখানো হয়। এই দৃশ্য যদিও হুবহু এক নয়। প্রেক্ষাপট এখানেই শেষ নয়, এছাড়াও বেশ কিছু টুকরো টুকরো অংশেই নানান ছবির স্মৃতি ফিরে আসছে। ফিরছে এক হলিউড ম্যাড ম্যাক্সের ছবির স্মৃতিও। যেখানে তোয়ালে পরে বাথটপ থেকে বেরিয়ে আসা ক্যাটরিনা কাইফের দৃশ্যের সাদৃশ্য রয়েছে অনেকটাই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই অধিকাংশ দৃশ্য।

যদিও বর্তমানে সে সব বিতর্কে কান দিতে রাজি নয় বলিউড টাইগার। কারণ কোনও ছবির পক্ষ থেকেই কোনও অভিযোগ তোলা হয়নি। কারণ দৃশ্যগুলো দেখে এক মনে হলেও একেবারে কপি করে ফেলা হয়েছে এমনটা নয়। তবে সেই সকল দৃশ্য থেকে যে অনুপ্রাণিত, তা এক কথায় বোঝাই যায়।