Shah Rukh-Suhana: বাবার হাত ধরেই বড়পর্দায়, শাহরুখের ছবিতে এবার সুহানা?
Suhana Khan: বাবার ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে সুহানাকে, তা এখনও স্পষ্ট নয়। তবে 'দ্য আর্চিস'-এর পর এবার বড় প্রজেক্ট নিয়ে বড় করতে হাজির হতে চলেছেন তিনি।
বাবার হাত ধরে বড়পর্দা এবার অভিনয় করতে চলেছেন সুহানা খান। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এই খবর। শাহরুখ খানের সঙ্গে প্রথম ছবি করতে চলেছেন সুহানা। ছেলে আরিয়ান খানের প্রথম কাজেও পাশে ছিলেন শাহরুখ খান। নিজের পোশাক ব্র্যান্ডের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করেছিলেন আরিয়ান খান। যার মডেল হিসেবে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ছেলের পরিচালনার পর এবার মেয়ের সঙ্গে ছবি করতে চলেছেন শাহরুখ খান। ফলে বাবার হাত ধরেই প্রথম ছবি করতে চলেছেন তিনি। পিঙ্কভিলার খবর অনুযায়ী, সুহানা খান ও শাহরুখ খানকে নিয়ে আগামী ছবির পরিকল্পনা করে ফেলেছেন পাঠান, ওয়ান খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনান্দ। তিনি এখন পর্যন্ত ছবির নাম স্থির না করলেও, শোনা যাচ্ছে তাঁর আগামী ছবির জন্য শাহরুখ খান ও সুহানা খানকে স্বাক্ষর করিয়েছেন।
বাবার ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে সুহানাকে, তা এখনও স্পষ্ট নয়। তবে দ্য আর্চিস-এর পর এবার বড় প্রজেক্ট নিয়ে বড় করতে হাজির হতে চলেছেন তিনি। সে বিষয়ে আর কোনও দ্বিমত থাকল না। যদিও এই প্রসঙ্গে শাহরুখ খান কিংবা সুহানা খান, কেউই কোনও মন্তব্য করেননি। তবে শাহরুখ খানের প্রথম দুই সন্তান যে কোমর বেঁধে এবার নেমে পড়েছেন সিনে দুনিয়ায়, তা স্পষ্ট। এখন এটাই দেখার, বাবার হাত ধরে বলিউডে পা রেখে দর্শক মনে ঠিক কতটা জায়গা করে নিতে পারেন সুহানা খান।
প্রথম ছবিতে কোনরকম ঝুঁকি না নিতেই কি এমন সিদ্ধান্ত? স্টার কিডদের অধিকাংশ সময় একাই বলিউডে অভিষেক করতে দেখা যায়। তবে শাহরুখ খানের ভক্ত সংখ্যা নিহাতই কম নয়। তাই তাঁর ছবির মাধ্যমে যদি বলিউডে প্রথম পা রাখা যায়, সে ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা বক্স অফিসে ঢুকতে পারে বলেই অনুমান নেটিজেনদের। তাই মেয়ের প্রথম ছবি হিট করাতেই এমন সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন এক শ্রেণীর।