Amitabh Bachchan: ৮০ বছরে প্রথম বার এই নিয়ম ভাঙতে বাধ্য হলেন অমিতাভ, ভক্তরাও হতবাক!

Amitabh Bachchan: বয়স পেরিয়ে গিয়েছে ৮০ বছর। ৮০ বছর ধরে যা কোনওদিনও করেননি, এবার সেই কাজই করলেন অমিতাভ বচ্চন। ভক্তরাও হতবাক, কিন্তু কেন তিনি এই কাজ করলেন তা নিয়ে উপযুক্ত কারণ দেখালেন বিগ-বি।

Amitabh Bachchan: ৮০ বছরে প্রথম বার এই নিয়ম ভাঙতে বাধ্য হলেন অমিতাভ, ভক্তরাও হতবাক!
অমিতাভ বচ্চন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 5:55 PM

বয়স পেরিয়ে গিয়েছে ৮০ বছর। ৮০ বছর ধরে যা কোনওদিনও করেননি, এবার সেই কাজই করলেন অমিতাভ বচ্চন। ভক্তরাও হতবাক, কিন্তু কেন তিনি এই কাজ করলেন তা নিয়ে উপযুক্ত কারণ দেখালেন বিগ-বি। নিজের বাড়ি ‘জলসা’র বাইরে প্রতি রবিবার ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। কিন্তু প্রতিবারই তাঁর পায়ে থাকে না জুতো। এতদিন তাঁর যুক্তি ছিল, ভক্তরা ভগবান। তাই ভগবানের সঙ্গে খালি পায়ে দেখা করাই যে দস্তুর। তবে গত রবিবার তাঁর পায়ে দেখা যায় জুতো। জুতো পরার ব্যাখ্যা দিয়ে ব্লগে তিনি লেখেন, “পরের বার থেকে জুতো ছাড়াই আসব। কিন্তু, এই বার জুতো পরেই এসেছি, কারণ, গতকাল সারাদিন খালি পায়ে থেকে পায়ে ফোসকা পড়ে গিয়েছে। আগেও এমনটা হয়েছিল। মন্দির একই আছে, কিন্তু পরের বার থেকে সবটা ঠিক হবে।” অমিতাভ জানিয়েছেন, সারাদিন খালি পায়ে শুটিং করার কারণেই পায়ে ফোস্কা পড়েছে তাঁর। ভক্তরা প্রথমটায় অবাক হলেও যদিও কিছু মনে করেননি তাঁরা। ৮০ বছর ধরে যে ট্র্যাডিশন মেনে চলেছেন বিগ-বি, তাতেই খুশি তাঁরা।

খাতায় কলমে ৮০ পার করলেও অমিতাভ আজও মনের দিক থেকে নবীন। কেরিয়ারে দেখেছেন বহু উত্থান-পতন। তবে বয়স যত বাড়ছে ততই নাকি জায়গা হারানোর ভয় গ্রাস করছে তাঁকে, কিছু দিন আগেই নিজেই এমন কথা বলেছিলেন তিনি। জানিয়েছিলেন প্রতি রবিবারই তাঁর মনে হতে থাকে, ভক্তরা আদপে আসবে তো? না স্টারডম আজও ফিকে হয়নি তাঁর। এখনও তাঁকে দেখতে ভিড় জমান দর্শক, তিনিও ভক্তদের ফেরান না কোনওদিনই।