Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Rani: শাহরুখের হাতে রানির আঁচল, বাদশার প্রশংসায় নস্ট্যালজিক ভক্তরা

Shah Rukh Khan: এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত হয়েছিলেন গোটা টিম। যদিও থাকতে পারেননি সলমন খান, থাকতে পারেননি কাজল। আর সেই স্ক্রিনিং থেকেই একটি ভিডিয়ো ক্লিপিং এখন সকলের হাতে হাতে ভাইরাল। শাহরুখ খান বারবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মহিলাদের কতটা সম্মান করেন।

Shahrukh-Rani: শাহরুখের হাতে রানির আঁচল, বাদশার প্রশংসায় নস্ট্যালজিক ভক্তরা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 1:39 PM

১৯৯৮ অক্টোবর মাসেই মুক্তি পেয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। করণ জোহর, শাহরুখ খান, কাজল রানি মুখোপাধ্যায়, সলমন খান, পুরো টিম মিলে ছবিকে এমন ভাবে তৈরি করেছিল, যা দর্শক মনে আজও জায়গা করে রেখেছে। দেখতে দেখতে এই ছবি পার করলে ২৫ বছর। আজও তা নিয়ে স্টাইলজিক ভক্তরা। পাশাপাশি এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা রেখেছিলেন করণ জোহার। ফলে ছবির সঙ্গে সঙ্গে তাঁর পরিচালনা জীবনেরও ২৫ বছর পূর্তি। সেই সুবাদে মুম্বইয়ে মোট তিনটি প্রেক্ষাগৃহে রবিবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল আর টিকিট মূল্য ছিল মাত্র ২৫ টাকা। না, কেবল ২৫ টাকায় এই ছবি সকলে মিলে দেখে ফেলা নয়, সঙ্গে ছিল আরও চমক।

এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত হয়েছিলেন গোটা টিম। যদিও থাকতে পারেননি সলমন খান, থাকতে পারেননি কাজল। আর সেই স্ক্রিনিং থেকেই একটি ভিডিয়ো ক্লিপিং এখন সকলের হাতে হাতে ভাইরাল। শাহরুখ খান বারবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি মহিলাদের কতটা সম্মান করেন। মাঝে মধ্যে তাঁর প্রমাণও হাতে গরম পেয়ে যান দর্শকেরা। এবার তেমনই আরও এক প্রমাণ পাওয়া গেল এই স্ক্রিনিং-এর মঞ্চে। শাহরুখ খানের সামনে সামনে হাঁটছিলেন রানি, মাটিতে লুটিয়ে পড়া আঁচল শাহরুখ খান তাঁর হাতে তুলে নেন, পুরো মঞ্চ পর্যন্ত তা রানির পিছনে পিছনে হাতে ধরে নিয়েই যান শাহরুখ খান। শাহরুখের এই রূপ দেখে আবারও প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। কিং খান কেন যে শত শত মহিলার মনে আজও রাজত্ব করে চলেছেন, তার এক উত্তর মিলল আরও একবার।

স্ক্রিনিং চলাকালীন স্মৃতিতে ফিরলেন তাঁরা। ছবি নিয়ে বহু কথা বলতেই উঠে আসলে বিভিন্ন স্ট্যারদের নাম। তবে কি সলমন খানকে ধন্যবাদ জানাতে ভুলে গেলেন শাহরুখ খান? একেবারেই না, তিনি তো বিরতির পর আসবেন এমনই সংলাপ এখন নেট দুনিয়ায় ভাইরাল।