Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan Romance: ৫০ পেরিয়ে রোম্যান্সের নয়া কৌশল পেলেন শাহরুখ খান?

Gossip: কলেজ পড়ুয়া রাহুল এখন অতীত। শাহরুখ খানের রোম্যান্স পেয়েছে নয়া মোড়। কারণ শাহরুখ খান ডানকি ছবিতে যে দৃশ্যে নজরে এলেন তা দেখে অন্তত নেট দুনিয়ার অনুমান তেমনই। জওয়ান ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কুস্তির ময়দানে তাঁর রোম্যান্স, এবার নজরে এল তাপসী পান্নুর সঙ্গে একই পোজ়ে।

Shah Rukh Khan Romance: ৫০ পেরিয়ে রোম্যান্সের নয়া কৌশল পেলেন শাহরুখ খান?
এই ধরনের দৃশ্য ছবিতে থাকলে, তিনি প্রাথমিকভাবে শর্ত দিয়ে থাকেন, শুটিং হবে বন্ধ ঘরে। বিশেষ কিছু কাস্ট ছাড়া বেশি লোক থাকা যাবে না। নয়তো তিনি খুব একটা সহজ বোধ করেন না। যদিও কিং-এর কেরিয়ারে হাতে গোনা এমন কয়েকটি দৃশ্যই রয়েছে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2023 | 6:47 PM

তিনি শাহরুখ খান, ফলে নয়া কৌশলে রোম্যান্সের সংজ্ঞা যে তিনিই দেবেন, বা দিতে পারেন, সে প্রসঙ্গে কোনও দ্বিমত থাকার কথাই নয়। একটা সময় যখন পর পর ফ্লপ ছবি নিয়ে দর্শক দরবারে এসেছিলেন শাহরুখ খান, তখন শুনতে হয়েছিল, শাহরুখ খানের যুগ শেষ। তিনি আর পর্দায় জায়গা করে নিতে পারবেন না। কারণ একটাই, তিনি রোম্যান্টিক হিরো হওয়ার সময়টা পেরিয়ে গিয়েছেন। কিন্তু তিনি যে বলিউড বাদশা। আর বাদশার বাজিমাত যে তখনও ছিল বাকি। অ্যাকশন দৃশ্যে সকলের মনে ঝড় তুলে জওয়ান হয়ে ফিরলেন তিনি পর্দায়। পাঠান ছবি প্রথমেই দেখিয়ে দিয়েছিল শাহরুখ খান এখনও বক্স অফিসের কিং। তবে জওয়ান ও ডানকি নিয়ে এবার নয়া কৌশল ভাইরাল নেট দুনিয়ায়। ফাইটের দৃশ্যে রোম্যান্স।

কলেজ পড়ুয়া রাহুল এখন অতীত। শাহরুখ খানের রোম্যান্স পেয়েছে নয়া মোড়। কারণ শাহরুখ খান ডানকি ছবিতে যে দৃশ্যে নজরে এলেন তা দেখে অন্তত নেট দুনিয়ার অনুমান তেমনই। জওয়ান ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কুস্তির ময়দানে তাঁর রোম্যান্স, এবার নজরে এল তাপসী পান্নুর সঙ্গে একই পোজ়ে। ডানকি ছবিতে শাহরুখ খান ও তাপসী পান্নুকে একই পোজ়ে দেখা যেতেই চর্চা তুঙ্গে। অধিকাংশেরই অনুমান শাহরুখ খানের এই বয়সে রোম্যান্সের এই ধাঁচটাই বেছে নিয়েছেন। যদিও শাহরুখ খানের ডানকি তাঁর আগের দুই ছবির থেকে অনেকাংশে আলাদা। এই ছবিতে শাহরুখ খানকে অন্যস্বাদের এক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানী পরিচালিত ‘ডানকি’ ও প্রভাস অভিনীত ‘সালার’ একসঙ্গে মুক্তি পেতে চলেছে। শাহরুখ, তাঁর অনুরাগী এবং ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন, ‘ডানকি’ বিপুল ব্যবসা করবে বক্স অফিসে। অন্যদিকে প্রভাসের আগের ছবিগুলি ফ্লপ করলেও ‘সালার’র কিন্তু মোটেও পিছিয়ে নেই।