Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK: বাবাকে নিয়ে ভুল উত্তর! সুহানাকে তুলোধনা অমিতাভের, ‘নিজের মেয়ে…’

SRK: এমনটা যে সুহানা খান বলতে পারেন, তা বিশ্বাসই করতে পারেননি অমিতাভ বচ্চন। যাকে দেখে ছোটবেলা থেকে বড় হয়েছেন, যাকে আদর্শ বলে মেনে চলেছেন সেই মানুষটিকে নিয়েই নাকি ভুল উত্তর দিয়ে দিলেন সুহানা খান। 'আর্চিজ'-এর প্রচারে পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কেবিসিতে হাজির হয়েছিলেন সুহানা।

SRK: বাবাকে নিয়ে ভুল উত্তর! সুহানাকে তুলোধনা অমিতাভের, 'নিজের মেয়ে...'
বাবাকে নিয়ে ভুল উত্তর!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 9:45 PM

এমনটা যে সুহানা খান বলতে পারেন, তা বিশ্বাসই করতে পারেননি অমিতাভ বচ্চন। যাকে দেখে ছোটবেলা থেকে বড় হয়েছেন, যাকে আদর্শ বলে মেনে চলেছেন সেই মানুষটিকে নিয়েই নাকি ভুল উত্তর দিয়ে দিলেন সুহানা খান। ‘আর্চিজ’-এর প্রচারে পরিচালক মেঘনা গুলজারের সঙ্গে কেবিসিতে হাজির হয়েছিলেন সুহানা। সেখানেই শাহরুখ খানকে নিয়ে এক প্রশ্ন করেন অমিতাভ। তিনি জানতে চেয়েছিলেন, কোন পুরস্কার শাহরুখ এযাবৎ পাননি? দিয়েছিলেন চারটি অপশন..– A) Padma Shri, (B) Legion of Honour, (C), L’Etoile d’Or and (D) Volpi Cup…।

সুহানা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন এর মধ্যে পদ্মশ্রী পাননি শাহরুখ। যদিও সঠিক উত্তর ছিল ভলপি কাপ। নিজের মেয়ে হয়েও ভুল উত্তর দেওয়ায় সুহানার উপর রীতিমতো রেগে যান অমিতাভ। দাঁত-মুখ খিঁচিয়ে ওঠেন। তিনি বলেন, “মেয়ে নিজেই জানে না, বাবা কী পেয়েছে? বাবা শুধু বলে পাঠিয়েছে সামনে যে লোকটা (অমিতাভ) বসে থাকবে সে তোমার বাবারও বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাই ওঁকে গিয়ে বলবেন সোজা প্রশ্ন করতে। সেটাই করেছি। কিন্তু তুমি সেটাই পারলে না।” এই প্রশ্নের উত্তর দিতে না পারায় লজ্জায় লাল হয়ে যান সুহানাও। কিন্তু কী আর করা যাবে! ভুল যে ভুলই হয়…।