Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিরেখা, ডার্ক সার্কেল…! মেকআপ ছাড়া চল্লিশোর্ধ্ব মনামীকে দেখলে বিশ্বাস হবে না

Monami Ghosh: মেকআপ নেই, নেই ভুরু প্লাকও। ফিল্টার বলতে শুধুমাত্র সূর্যের আলো-- এরকমই এক ছবি শেয়ার করেছেন মনামী। যা দেখে চমকে যাবে না আপনিও!

বলিরেখা, ডার্ক সার্কেল...! মেকআপ ছাড়া চল্লিশোর্ধ্ব মনামীকে দেখলে বিশ্বাস হবে না
মেকআপ ছাড়া চল্লিশোর্ধ্ব মনামীকে দেখলে বিশ্বাস হবে না
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 6:02 PM

ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠদের বক্তব্য চল্লিশ গত বছরই পার করে ফেলেছেন মনামী ঘোষ। ওদিকে উইকিপিডিয়ার বক্তব্য, আর কিছু মাস পরেই চল্লিশ হবে তাঁর। মনামী নিজেও বয়স লুকিয়ে রাখেন না। বছর দুয়েক আগেই টিভিনাইন বাংলাকে কোনও এক জন্মদিনে জানিয়েছিলেন ৩৫ পেরিয়েছে আগেই। ওদিকে মনামী আজও ‘সুইট সিক্সটিন’। অন্তত তাঁকে দেখে মনে হয় এমনটাই। মেদহীন শরীর, চোখ ধাঁধানো ফিগার, সঙ্গে দুর্দান্ত ফিটনেসই তাঁর ইউএসপি! সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখদে বুঁদ আট থেকে আশি। কিন্তু মেকআপ ছাড়া? কেমন দেখতে তাঁকে? সত্যিই কি বার্ধক্য তাঁকে ছুঁতে পারেনি। তাঁর সদ্য শেয়ার করা ‘সানকিসড’ ছবি প্রমাণ দিল অনেক কিছুরই।

মেকআপ নেই, নেই ভুরু প্লাকও। ফিল্টার বলতে শুধুমাত্র সূর্যের আলো– এরকমই এক ছবি শেয়ার করেছেন মনামী। যা দেখে চমকে যাবে না আপনিও! বলিরেখা, ডার্ক সার্কেল– এই শব্দগুলিই ছুঁতে পারেনি তাঁকে। শুধুমাত্র মেকআপের জাদু নয়, সত্যিই বয়স বাড়ে না মনামীর। যা দেখে হতবাক ভক্তরা। মজার ছলে তাঁদের প্রশ্ন, “আপনি কি ভ্যাম্পায়ার’?

মেকআপ ছাড়া চল্লিশোর্ধ্ব মনামীকে দেখলে বিশ্বাস হবে না

কীভাবে নিজেকে এভাবে ধরে রেখেছেন মনামী? আজীবন ধরে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য ‘কুড়িতেই বুড়ি’, ‘চল্লিশেই চালশে’ এই যাবতীয় প্রবাদকে কীভাবে দিনের পর দিনে মিথ্যে প্রমাণ করেছেন তিনি? কোন রহস্যে তাঁর বয়স বোঝা যায় না? কী খান মনামী? এর আগে মনামী বলেছিলেন, “আমার হজমশক্তি দারুণ। তাই আমার ওজন বাড়ে না। আমি চেষ্টা করি খাবারে কার্বোহাইড্রেট না রাখার।” নিয়মিত জিম করেন তিনি। অনেকেই জানেন, মনামী নৃত্যশিল্পী। ছোট থেকেই নাচ তাঁর সঙ্গী। আর সেই কারণেই শরীরের ফিটনেসে দিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তিনি। টিভিনাইন বাংলাকে প্রাত্যহিক রুটিন শেয়ার করতে গিয়ে মনামী বলেছিলেন, “সারাদিনের রুটিন তেমন কিছু নয়।এর আগে এক মিউজিক ভিডিয়োর শুটিংয়ের সময় প্রতিদিন জিমে গিয়েছিলাম। জিম থেকেই আমায় একটি ডায়েট দেওয়া হয়েছিল। কোনও কার্বোহাইড্রেট থাকবে না। সেটা দেড়মাস মেনে চলেছি আমি। সকলে পাশে বসে বাগদা-গলদা খেয়েছে, আমি শুধুই প্রোটিন খেয়ে থেকেছি।” ব্যস, তাতেই কেল্লাফতে। ৪০-৫০ যাই বয়স হোক না কেন? মনামীর এই ডায়েট চার্ট অনুসরণ কর‍তে পারেন আপনিও। শুধু দরকার ইচ্ছেশক্তির।