Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের ‘জওয়ান’কে হারিয়ে ফিল্মফেয়ারে ছক্কা হাঁকাল ‘স্যাম বাহাদুর’

Filmfare Awards 2024: এক কথায় চাঁদের হাট যাকে বলে। শনিবার (২৭ জানুয়ারি) একটি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রথম পর্ব শুরু হয়। এ দিন টেকনিক্যাল বিভাগে যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরষ্কার। টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়।

শাহরুখের 'জওয়ান'কে হারিয়ে ফিল্মফেয়ারে ছক্কা হাঁকাল 'স্যাম বাহাদুর'
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪
Follow Us:
| Updated on: Jan 28, 2024 | 1:36 PM

ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় ফিল্মফেয়ার (Filmfare Awards 2024) । সারাবছর এই অনুষ্ঠানের পথ চেয়ে বসে থাকেন ভারতীয় সিনেপ্রেমীরাও। এ বারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর বসেছে গুজরাটে। ২৭ ও ২৮ জানুয়ারি দুই দিন বসছে ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। গান্ধীনগরের মহাত্মা গান্ধী কনভেনশন অ্যান্ড এক্সিবিসন সেন্টার সেজে উঠেছে সোনালী আলোয়। প্রথমদিন অনুষ্ঠান সঞ্চালনার ভূমিকায় ছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না। এক কথায় চাঁদের হাট যাকে বলে। শনিবার (২৭ জানুয়ারি) একটি অনুষ্ঠানের মাধ্যমে ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের প্রথম পর্বের শুভসূচনা হয়। এ দিন টেকনিক্যাল বিভাগে যোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরষ্কার। টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়। আর প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে ‘স্যাম বাহাদুর।’ একটি নয় তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে এই ছবি। আর কারা পেলেন সাফল্য? দেখে নেওয়া যাক তালিকা।

  1.  সেরা মিউজিক ডিজাইন, সেরা কস্টিউম ডিজাইন এবং সেরা প্রোডাকশন ডিজাইন সহ তিনটি প্রযুক্তিগত বিভাগে বিজয়ী ‘স্যাম বাহাদুর’।
  2. ‘রকি অউর রানি কি প্রেম কহানি’এর বিখ্যাত ‘ হোয়াট ঝুমকা ’ গানে কোরিওগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন গণেশ আচার্য।
  3. সেরা অ্যাকশন ও ভিজ্যুয়ালের জন্য পুরস্কার জিতে নিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান।’ হাসি ফুটেছে স্পিরো রাজাতোস, আনল আরাসু, ক্রেগ ম্যাক্রেঁ, ইয়ানিক বেন, কেচা খামফাকডি এবং সুনীল রদ্রিগেসদের মুখে।
  4. সেরা ব্যাকরাউন্ড স্কোরের শিরোপা পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল।’ পুরস্কার উঠেছে হর্ষবর্ধন রামেশ্বরের হাতে।
  5. সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কারটি ভাগ করে নিয়েছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর।’
  6. সেরা ভিএফএক্সের তকমা পেয়েছে ‘টুয়েলভথ ফেল।’ অ্যাওয়ার্ড পেয়েছেন জাসকুনওয়ার সিং কোহলি এবং বিধু বিনোদ চোপড়া।
  7. সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কা পেয়েছেন সচিন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর। ‘স্যাম বাহাদুর’ ছবির জন্য।
  8. ‘থ্রি অফ আস’ছবির জন্য অবিনাশ অরুণ ধাওয়ারে জিতেছেন সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার।