বিয়ের আগেই ক্রিসমাসে একসঙ্গে কোথায় বেড়াতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

অঙ্কুশ-ঐন্দ্রিলা এই মুহুর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। জানেন কি বিয়ের আগে এই ক্রিসমাস কেমন ভাবে কাটাতে চলেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? ২৫ ডিসেম্বরের পর পরই মিনি ট্রিপে যাচ্ছেন লাভ বার্ডস।

বিয়ের আগেই ক্রিসমাসে একসঙ্গে কোথায় বেড়াতে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
রোম্যান্টিক মুহুর্তে অঙ্কুশ-ঐন্দ্রিলা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2020 | 7:57 PM

অঙ্কুশঐন্দ্রিলা এই মুহুর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। কেন? না, শুধুমাত্র সিনেমার কারণে অবশ্যই না, আরও একটা বড় কারণ হল অঙ্কুশ, ঐন্দ্রিলার বিয়ে ৷  জানেন কি বিয়ের আগে এই ক্রিসমাস কেমন ভাবে কাটাতে চলেছেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা? ২৫ ডিসেম্বরের পর পরই মিনি ট্রিপে যাচ্ছেন লাভ বার্ডস।

২৬ডিসেম্বর হিমাচল ঘুরতে যাচ্ছেন তাঁরা। সঙ্গে যাচ্ছে ঐন্দ্রিলার বোন ও তাঁর আরও এক বন্ধু৷ নতুন বছরের সেলিব্রেশনও হবে সেখানেই৷ ৭ জানুয়ারি কলকাতায় ফিরবেন তাঁরা৷ বছরের শুরর দিকটা ভাল না গেলেও বছরের শেষটা ভাল করে কাটাতে চান।

Ankush

ফটোশুটে অঙ্কুশ-ঐন্দ্রিলা

আরও পড়ুনঃমুখ পেঁচিয়ে ঘুষি চালিয়েছেন ভগ্নিপতি, সলমন আটাকালেন এক হাতে

গত ৩১ মার্চ ছিল ঐন্দ্রিলার জন্মদিন৷ আর সেই সময়ই একটা বড় ইউরোপ ট্রিপের প্ল্যান করেছিলেন তাঁরা৷ কিন্তু মার্চেই করোনা পরিস্থিতির জন্য পুরোটাই প্ল্যানটাই বাতিল করতে হয়৷ তবে ঐন্দ্রিলার কথায় “অনেকদিনের একঘেয়েমি কাটাতেই এই ট্রিপ”। রাজা চন্দ পরিচালিত অঙ্কুশ, ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’ আপাতত মুক্তির অপেক্ষায়৷ আর নতুন বছরেই শুরু হবে প্রেমেন্দ বিকাশ চাকির নতুন ছবির শুটিং।