Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাল আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পোস্ট করে জানালেন পরিচালক

সুস্থ হয়ে উঠছেন স্ত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। দেখভালের গোটা দায়িত্ব নিয়েছেন পুত্র উজান গঙ্গোপাধ্যায়।

ভাল আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পোস্ট করে জানালেন পরিচালক
কৌশিক।
Follow Us:
| Updated on: May 02, 2021 | 11:34 AM

কোভিডে আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। গত ২৮ এপ্রিল নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানাতেই, কমেন্ট বক্সে এক রাশ দুশ্চিন্তা উপচে পড়েছিল তাঁর গুণমুগ্ধদের। প্রিয় পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন বহু মানুষ। এখন অবস্থা বদলেছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কৌশিক। রোববার সকালে নিজেই সে কথা জানালেন। নিজের একটি হাসি মুখের ছবি পোস্ট করে পরিচালক লেখেন,‘সুপ্রভাত।

 

আরও পড়ুন সত্যজিতের ছোটগল্পের অডিয়োগুণ এতটাই, যেন ‘পারফেক্ট থিয়েটার অফ দ্য় মাইন্ড’; ‘সানডে সাসপেন্স’-এর মাস্টারমাইন্ড ইন্দ্রাণী চক্রবর্তী

 

আমরা ভাল আছি। উজান কোভিডের পরের ক্লান্তি নিয়েও আমার ও চূর্ণীর দেখাশোনা করে যাচ্ছে। পরিচিত, পারিবারিক ও বন্ধু ডাক্তারদের নির্দেশ মতোই চলছি। আপনাদের ভালবাসায় আশা করি দ্রুত এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। কিছু বন্ধুরা খাওয়ার পৌঁছে দিয়ে বিরাট সাহায্য করেছেন।

 

 

পরিবারে তিনজনই কাবু হলে তখন বড় ভয়ানক হয় পরিস্থিতি। গতকাল আমার পোস্ট পড়ে অনেকে খুব দুঃখ পেয়েছেন। তার জন্য আমিও দুঃখিত। আমার প্রিয় সহকর্মী বিশ্বজিৎ-এর জন্য মনটা খুবই খারাপ লাগছিল, তাই ওই লেখা। সকালে ভাবলাম একবার কেমন আছি আমরা জানিয়ে রাখি। চিন্তা করবেন না। আপনারাও খুব সাবধানে থাকবেন। কোনো উপসর্গকে মনমতো চেনা অন্য সহজ কোনও রোগ ভেবে নিজে চিকিৎসা করবেন না প্লিজ। ডাক্তারকে জানান। ভালো থাকবেন।’

দিন কয়েক আগে সহকর্মী বিশ্বজিতের অকাল মৃত্যুতে এক মন খারাপের পোস্টও করেছিলেন কৌশিক।