Bolly Gossip: আলিয়াকে একা রেখে লন্ডনে রণবীর, গোপনে সাক্ষাৎ এই নায়িকার সঙ্গে? বিস্ফোরক দাবি…
Bolly Gossip: ফের নাম না করেই কঙ্গনা রানাওয়াতের নিশানায় আলিয়া ভাট ও রণবীর কাপুর? যা 'অভিযোগ' আনলেন তা ছাপিয়ে যাবে পূর্ববর্তী সব কিছুতেই। তাঁদের বিয়েই নাকি মিথ্যে, কঙ্গনার এক পোস্টে এমনই এক ইঙ্গিত। শুধু কি তাই?
ফের নাম না করেই কঙ্গনা রানাওয়াতের নিশানায় আলিয়া ভাট ও রণবীর কাপুর? যা ‘অভিযোগ’ আনলেন তা ছাপিয়ে যাবে পূর্ববর্তী সব কিছুতেই। তাঁদের বিয়েই নাকি মিথ্যে, কঙ্গনার এক পোস্টে এমনই এক ইঙ্গিত। শুধু কি তাই? কঙ্গনার কথায়, “নায়ক স্বামী আমায় বারংবার মেসেজ করে দেখা করতে বলেছে।” কোথা থেকে ঘটনার সূত্রপাত? সম্প্রতি রটে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কঙ্গনা। এর পরেই বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে শিরোনামে লেখা হয়, “কঙ্গনা ও বিজয় একসঙ্গে সিনেমা করছে শুনেই নেটিজেনদের প্রতিক্রিয়া, ‘ভগবান তোমায় শক্তি দিন বিজয়’।” আর এতেই রেগে যান কঙ্গনা।
স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, “যখনই আমার ছবির ঘোষণার সময় আসে ঠিক তখনই এই সব হেডলাইন আমাকে ও আমার সহ অভিনেতাকে ছোট করার জন্য প্রকাশিত হয়।” এখানেই তিনি থামেননি। পরপর দুটি ইনস্টা স্টোরি শেয়ার করে তিনি লেখেন, “একটা খবর বলি এক মিথ্যে স্বামী-স্ত্রী যারা কিনা একই ফ্ল্যাটে আলাদা আলাদা তলায় থাকে ছবি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। ওহ কেউ তো এটা নিয়ে আলোচনা করছে না কীভাবে সম্প্রতি এক ফ্যামিলি ট্রিপ থেকে স্ত্রী ও মেয়েকে বাদ দিয়ে বর চলে গিয়েছে বিদেশে। শুধু কি তাই, বিদেশে গিয়ে আমায় ক্রমাগত মেসেজ করে দেখা করতে বলছে। এই নকল জুটির মুখোশ খুলে ফেলা দরকার।” উল্লেখ্য কিছু দিন আগেই লন্ডনে উড়ে গিয়েছিলেন রণবীর কাপুর। স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহা কাপুর তাঁর সঙ্গে যাননি। মা নিতু কাপুরের জন্মদিন পালন করতেই লন্ডনে যান রণবীর। কঙ্গনা কি সেই ইঙ্গিতই করলেন?
যদি তাই হয় তবে সত্যিই কি লন্ডনে গিয়ে কঙ্গনার সঙ্গে গোপনে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন রণবীর? উঠে আসছে নানা প্রশ্ন, কঙ্গনার ওই পোস্ট যেন আগুনে ঘি। নায়িকা কিন্তু এখানেই থামেননি। তিনি আরও যোগ করেন, “এরকমটাই হয় যখন ভালবেসে না, কাজের জন্য, ছবির প্রচারের জন্য কেউ বিয়ে করে। মাফিয়া ড্যাডির চাপে ওই অভিনেতা বিয়ে করেছে এক ‘পাপা কি পরীকে। এটা ভারত ভাই, এখানে একবার বিয়ে হয়ে যাওয়া মানে হয়ে যাওয়া।” কঙ্গনা কারও নাম না নিলেও আলিয়ার ক্ষেত্রেই যে ‘পাপা কি পরি’ এই কয়নেজ তিনি ব্যবহার করে থাকেন, এ তো প্রায় সকলেরই জানা। এর আগে বহুবার আলিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষোভ, প্রকাশ্যে করেছেন সমালোচনা। তবে এবারের এই ইনস্টা স্টোরি যেন ছাপিয়ে গিয়েছে সব কিছুতেই। সত্যিটা কী? আলিয়া অথবা রণবীর কিন্তু মুখ খোলেননি।