Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NABC 2023: NABC-র ‘অব্যবস্থা’ নিয়ে প্রতিবাদের মাশুল? হ্যাকড জয়তীর ফেসবুক, উধাও লাইভ!

NABC 2023: নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাঙালি শিল্পীদের-- এমনটাই অভিযোগে ছয়লাপ সামাজিক মাধ্যম।

NABC 2023: NABC-র 'অব্যবস্থা' নিয়ে প্রতিবাদের মাশুল? হ্যাকড জয়তীর ফেসবুক, উধাও লাইভ!
জয়তী চক্রবর্তী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 9:05 PM

নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে গিয়ে চরম হেনস্থা ও অব্যবস্থার মুখে পড়তে হয়েছে বাঙালি শিল্পীদের– এমনটাই অভিযোগে ছয়লাপ সামাজিক মাধ্যম। পন্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে বিদীপ্তা চক্রবর্তী, জয়তি চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়– প্রতিবাদে মুখর সকলেই। এমতাবস্থায় কী কী অসুবিধের মুখে পড়তে হয়েছে, কতটা লাঞ্ছিত হতে হয়েছে, এ সব নিয়েই নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেছিলেন জয়তী। তবে ওই লাইভের পরেই আচমকাই হ্যাকড হয়েছে গায়িকার ফেসবুক পেজটি।

তাঁর ফেসবুক পেজে গেলে নিজের ডিপির বদলে দেখা যাচ্ছে অন্য একজনের মুখ। এখানেই শেষ নয়, যে লাইভটি তিনি করেছিলেন সেটিও আর দেখা যাচ্ছে না। জয়তী অনুরাগীদের আশঙ্কা NABC-র হয়ে মুখ খোলাতেই মাশুল দিতে হয়েছেন জয়তীকে। ইচ্ছাকৃত ভাবেই হ্যাক করা হয়েছেন তাঁর পেজটি। যে লাইভ ভিডিয়োটি করেছিলেন জয়তী তাতে তিনি জানিয়েছিলেন, কীভাবে শুরু থেকেই নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাঁকে ও তাঁর টিমকে। কমিয়ে দেওয়া হয় অনুষ্ঠানের সময়, কমানো হয় শো-র সংখ্যাও। তবে শুধু জয়তী নন NABC-র অব্যবস্থা নিয়ে মুখ খোলেন সাধারণ জনগণও। তাঁদের একটাই দাবি, ক্ষমা চাইতে হবে কর্তৃপক্ষকে। NABC- কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।