Housewife’s Day 2021: আজকের দিনে বাড়ির কাজ থেকে ছুটি পেলেই অনেকটা বেশি খুশি হয়ে যাবেন গৃহিণী…
প্রতিদিনের জীবন এত বেশি গতি পেয়ে যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের সংযোগের কথা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি বারবার। এসবের মাঝেই যদি একটা ছোট আনন্দের কারণ কাউকে দেওয়া যায়, তা সব মিলিয়ে একটা পরিবারের জন্য সামগ্রিকভাবে ভাল হয়।
জাতীয় গৃহিণী দিবস বা হাউসওয়াইফ ডে প্রতি বছরের ৩ নভেম্বর উদযাপন করা হয়। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ জাতীয় গৃহিণী দিবস উদযাপন করে। যিনি সারা সময়টা বাড়িতে থেকে কাজ করে চলেছেন তাঁর জন্য দিনটিকে বিশেষ করে তুলতেই তৈরি করা হয়েছিল এই দিনটি। বাচ্চার এবং বাড়ির নানাবিধ চিন্তা করা সেই নারী যিনি প্রতিটা মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তিনি কি আমাদের তরফ থেকে একটা সঠিক ধন্যবাদও চেয়েছেন কখনও? নাকি আমাদের জ্ঞাপন করার মানসিকতা নেই? এই সব ধরনের সমালোচনার আজ সমাপতনের দিন।
জাতীয় গৃহিণী দিবসের স্রষ্টা ঠিক কে তা আজও অজানা। গৃহিণী শব্দটি একটি পুরানো শব্দ যা সেই সময় থেকে চলে আসছে যখন বেশিরভাগ পরিবারের কোনও একজন সদস্যই রোজগার করতেন। একটা প্রচলিত ধারণা আমাদের মধ্যে থেকেই গেছে যে আমাদের মা বাড়ির আর সন্তানের যত্ন নেওয়ার জন্য বাড়িতে থাকেন আর বাবা আয়ের জন্য বাড়ির বাইরে কাজ করেন।
সময় এগিয়েছে। এখন একজন দম্পতির পক্ষে বাড়িতে থাকা সবসময় সম্ভব নয়। এখন সুযোগ পেলেই রোজগারের দিকে এগিয়ে যাচ্ছে সবাই। আর সেই কারণেই আজকাল অনেক ক্ষেত্রেই বেশ কিছু ছেলেকেও ‘হাউসওয়াইফ’-এর মতো ভূমিকা পালন করতে দেখা যায়। যদিও কেউ কেউ এখনও আগের ধারণা মেনেই চলেন। ভারতে আজও অধিকাংশ পরিবারই একজনের রোজগারের ভরসায় চলছে। তবে সাধারণত আজকের সমাজে, একটি পরিবারকে সমর্থন করার জন্য দুজনেরই আয়ের প্রয়োজন হয়।
অবশ্য বাচ্চাদের বয়সও অনেকক্ষেত্রে বাবা-মা কতটা বাড়িতে থাকবে তা নির্ধারণ করে দেয়। তা সত্ত্বেও, যারা বাড়িতে থাকেন এবং একটি পরিবার পরিচালনা করেন তাদের কাজ সবসময়ই কঠিন। তাই আজকের দিনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা তাঁদের এই একটা দিন বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারি। তাঁদের যাবতীয় কাজ বাড়ির বাকি সদস্যরা ভাগ করে নিতে পারেন। যদিও, সেই কাজ সুন্দরভাবে গুছিয়ে করাই ভাল নয়তো দেখা যাবে আখেরে ঐ নির্দিষ্ট মহিলা বা ব্যক্তির জন্য কাজের পরিমাণ আরও বেড়ে গেছে।
আজকের দিনে এই ধরনের ছোটখাটো উৎসব উদযাপনের মধ্যেও একটা চাপ মুক্তির সম্ভাবনা থাকে। প্রতিদিনের জীবন এত বেশি গতি পেয়ে যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের সংযোগের কথা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি বারবার। এসবের মাঝেই যদি একটা ছোট আনন্দের কারণ কাউকে দেওয়া যায়, তা সব মিলিয়ে একটা পরিবারের জন্য সামগ্রিকভাবে ভাল হয়।
আরও পড়ুন: Vicky-Katrina Wedding: কেন রাজস্থানেই বিয়ে করতে চাইছেন ক্যাটরিনা কাইফ? জানা গেল বিশেষ কারণ
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: “আমি পারফেক্ট নই…”, সাম্প্রতিক ইনস্টা স্টোরিতে কেন এমন কথা লিখলেন সামান্থা?