AR Rahman: এ আর রহমানের নামে রাস্তা, তবে ভারতে নয়, তা হলে কোথায়?
Music Maestro: সম্মান, ভালবাসা, শ্রদ্ধা... তাই হয়তো কথাগুলো লেখার সময় প্রত্যেক অক্ষরে ফুটে উঠেছে রহমানের আবেগ।
ভারতীয় বিনোদন জগতে তিন দশকেরও বেশ সময় কাটিয়ে দিয়েছেন এ আর রহমান। কেবল দক্ষিণ ভারত নয়, ভারতীয় কিংবা বলিউড নয়, এ আর রহমান আন্তর্জাতিক মানের এক শিল্পী, যাঁর কদর করেন প্রথম বিশ্বের প্রত্যেকটি দেশ। আর কদর করেন বলেই এ আর রহমানের নামে আস্ত একটি রাস্তার নামকরণ হয়েছে কানাডার শহর মারখামে। শিল্পীকে সম্মান জানাতে, তাঁর সঙ্গীতের অবদানকে স্মরণ করেই এই কাজ করেছেন কানাডাবাসী। ঘটনায় চোখে জল ছলছল করে উঠেছে এ আর রহমানের। একজন শিল্পী কীই বা চাইতে পারেন? সম্মান, ভালবাসা, শ্রদ্ধা… তাই হয়তো কথাগুলো লেখার সময় প্রত্যেক অক্ষরে ফুটে উঠেছে রহমানের আবেগ।
কী লিখেছেন রহমান?
কানাডার (অন্টারিও) মারখাম শহরের সরকারী আধিকারিকদের উদ্দেশে টুইট করেন এ আর রহমান। তিনি লিখেছেন, “এমন কিছু হতে পারে, আমি জীবনেও কল্পনা করতে পারিনি। আপনাদের প্রত্যেকের আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। মারখামের ময়র ফ্র্যাঙ্ক স্কারপিট, ভারতীয় কনসোলেট জেনেরাল অপূর্ব শ্রীবাস্তব এবং কানাডাবাসী – ধন্যবাদ সক্কলকে।”
এখানেই থেমে থাকেননি রহমান। তাঁর আবেগ গড়িয়েছে লেখায়। লিখেছেন, “আপনাদের এই ভালবাসা আমাকে আরও অনেক ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। আমাকে ক্লান্ত হতে দেবে না। অবসর নিতে দেবে না আপনাদের ভালবাসা। যদি ক্লান্ত হয়েও পড়ি, মনে হবে অনেক কাজ করা বাকি আছে। অনেক মানুষকে জোড়া বাকি আছে। অনেক সেতু পেরনো বাকি আছে…”
Honoured and grateful for this recognition from @cityofmarkham and @frankscarpitti and the people of Canada ?? ?? #arrahmanstreet #markham #canada #infinitelovearr #celebratingdiversity pic.twitter.com/rp9Df42CBi
— A.R.Rahman (@arrahman) August 29, 2022
সম্প্রতি ৫৫ বছরের এ আর রহমান কানাডায় গিয়েছিলেন শো করতে। সেখানে গিয়েই এমন অপূর্ব উপহার পেয়েছেন রহমান।