Kanthi School: ‘হয় পড়ো নয় স্কুল ছাড়ো’, স্কুলছুটদের আটকাতে কাঁথির সরকারি স্কুলের নির্দেশিকায় বিতর্ক
Kanthi School: পড়ুয়াদের একাংশ যদিও বলছে স্কুলের দাওয়াইয়ে কাজ হচ্ছে। এক ছাত্রীর কথা, “আগে অনেকেই আসতো না। এখন হেড স্যরের নিয়মের পর অনেকেই আসছে। স্কুল থেকে বলা হয়েছে পরপর তিনদিন না এলে গার্জেনদের নিয়ে আসতে হবে।”
কাঁথি: স্কুলছুট ঠেকাতে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে স্কুলগুলি। এবার সেই নির্দেশিকা নিয়ে বিতর্কের ঝড়। পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতে ‘হয় পড়ো নয় স্কুল ছাড়ো’র নির্দেশ কাঁথির এক সরকারি স্কুলের। কাঁথির ১ নম্বর ব্লকের নয়াপুট সুধীরচন্দ্র হাইস্কুলের নির্দেশে ব্যাপক শোরগোল। অভিযোগ, খাতায় নাম থাকলেও নিয়মিত স্কুলে আসে না পড়ুয়ারা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদাসীন অভিভাবকেরা, দাবি স্কুল কর্তৃপক্ষের। তাই বলে এই নির্দেশিকা? উঠছে প্রশ্ন। বিতর্কের আবহে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের।
স্কুলের প্রধান শিক্ষক বসন্তকুমার ঘড়ুই বলছেন, “শিক্ষা তো কঠিন। রবীন্দ্রনাথ বলে গিয়েছেন। এই যে সিলেবাস শেষ হচ্ছে তাতে পড়ুয়াদের পেটে কিছু বিদ্যা পেটে ঢুকছে। কিন্তু শিক্ষার মান কোথায় যাচ্ছে? পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই উঠে যাচ্ছে। পড়ুয়ারা এভাবে উঁচু ক্লাসে উঠলেও নাইনে গিয়ে দেখা যাচ্ছে সে তার নিজের নাম, বাবার নাম, আবেদনপত্র কিছুই লিখতে পারছে না।”
পড়ুয়াদের একাংশ যদিও বলছে স্কুলের দাওয়াইয়ে কাজ হচ্ছে। এক ছাত্রীর কথা, “আগে অনেকেই আসতো না। এখন হেড স্যরের নিয়মের পর অনেকেই আসছে। স্কুল থেকে বলা হয়েছে পরপর তিনদিন না এলে গার্জেনদের নিয়ে আসতে হবে।” আর একজন বলছেন, “ডিসেম্বর থেকেই স্কুলে অনেক পড়ুয়া কম আসছিল। তাই হেড স্যর এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আমাদের ছাত্র সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে সবাই যে আসছে এমনটা নয়।”