Prabhas: ‘দয়া করে…’, ‘আদিপুরুষ’ প্রসঙ্গ টেনে প্রভাসকে কেন খোলা চিঠি ভক্তের
Gossip: একের পর পর পোস্টার সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় নানা জল্পনা। কমেন্ট বক্সে প্রভাসের উদ্দেশে খোলা চিঠি লেখেন ভক্তরা।
একের পর এক ছবি এখন প্রভাসের পাইপলাইনে। তবে শেষ দুই ছবির শোক যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া আদিপুরুষ-এর প্রতিটা খবরে এখনও নজর ভক্তদের। প্রভাসের থেকে এখন কেবলই এক সুপারহিট ছবি পাওয়ার অপেক্ষায় দিনগুনছেন সকলে। বাহুবলি ফিরে আসুক নিজের ছন্দে। আগামী দুই ছবি ঘিরে এমনই প্রার্থনা ভক্তদের। আসছে সলার ও প্রজেক্ট K, দুই ছবির প্রথম লুকই ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে বিভিন্ন মহলে। সলার ছবি যেমন মুক্তির আগেই বিপুল পরিমাণে লাভের অঙ্ক দেখে নিয়েছে, তেমনই প্রজেক্ট K-কে নিয়েও ভক্তদের মনে আশা ছিল তুঙ্গে। তবে প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে শুরু হয়ে যায় নানা চর্চা।
একের পর পর পোস্টার সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় নানা জল্পনা। কমেন্ট বক্সে প্রভাসের উদ্দেশে খোলা চিঠি লেখেন ভক্তরা। তিনি লিখলেন, প্রভাস স্যার, আমি ভীষণ উৎসাহী, কিন্তপু সমানভাবে আমি চিন্তিত ও ভীত। এটাকেও আদিপুরুষ-এর মতো ভয়ানক বানাবেন না। আমরা সবাই আপনার কামব্যাকের অপেক্ষায়। আমরা সবাই চাই আমাদের স্টার প্রভাসকে। সলার নিয়ে আমারদের কোনও সন্দেহ নেই। আপনি নিশ্চিত ভাল করবেন। কিন্তু আপনার এই প্রজেক্টটা নিয়ে আমরা চিন্তিত।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, আমরা জানি আপনি বহু শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনার সত্যিকারের ভক্তরা সব সময় আপনার সঙ্গে থাকবে। আমরা আশা করব আপনি সেরাটা দেবেন, প্রার্থনাও করব। যাই হয়ে যাক না কেন, আপনি সবসময় আমাদের কাছে সেরাই থাকবেন। অনেক ভালবাসা, ধন্যবাদ। সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবির লুক নিয়ে বেজায় চিন্তিত ভক্তরা। ছবির পোস্টার অধিকাংশেরই খুব একটা পছন্দ হচ্ছে না। তাই ছবি নিয়ে একের পর এক ভক্তের আর্জি, প্রভাস যেন এবার নিজের সেরাটাই দর্শকদের উপহার দেন।