Pathaan Controversy: ‘পাঠান’ বিতর্কের জের, হনুমান চল্লিশা পড়ে শাহরুখের ছবির সেটে বিক্ষোভ
Pathaan Controversy: দেশজুড়ে তুঙ্গে শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান' (Pathaan) বিতর্ক। ছবিটির একটি মাত্র গান মুক্তি পেয়েছে আর তা নিয়েই চলছে জোর চর্চা। গেরুয়াশিবিরে একটা বড় অংশের দাবি, গানটিতে যে পোশাক পরেছেন তা অশালীন।
দেশজুড়ে তুঙ্গে শাহরুখ খানের আগামী ছবি ‘পাঠান’ (Pathaan) বিতর্ক। ছবিটির একটি মাত্র গান মুক্তি পেয়েছে আর তা নিয়েই চলছে জোর চর্চা। গেরুয়াশিবিরে একটা বড় অংশের দাবি, গানটিতে যে পোশাক পরেছেন তা অশালীন। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ মিছিলও। এবার শাহরুখের অপর এক ছবি রাজকুমার হিরানির ‘ডানকি’র সেটে বিক্ষোভ দেখাল করণি সেনা। জব্বলপুরের বেদঘাটে ওই ছবির শুটিং চলছিল। আচমকাই সেখানে হাজির হন বিক্ষোভকারীরা। তাঁরা দাবি করতেন অবিল্মবে শুটিং বন্ধ করতে হবে। উঠতে থাকে স্লোগান, ‘শুদ্ধীকরণ’-এর জন্য ছেটানো হয় গোমূত্রও। জানা যাচ্ছে, হনুমান চল্লিশাও পড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। যদিও শুটিং বন্ধ হয়নি। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।প্রসঙ্গত, এর আগে পাঠান ছবির ‘বেশরম’ গানটি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে তিনি বলেন, “এই গানের পোশাক নিয়ে প্রশ্ন উঠছে। মনে হচ্ছে নোংরামির সীমা পার করে ফেলেছে। আমি এই গানের নির্মাতা ও পরিচালকদের বলব ভুল শুধরে নিতে। এর আগে দীপিকা পাড়ুকোন জেএনইউয়ে গিয়ে টুকরে টুকরে গ্যাংয়ের সমর্থনে গলা ফাটিয়েছিল। ওই কারণে ওর মানসিকতাও এমন হয়ে গেছে।”
এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, “এই গানের নাম নিয়েও আমার প্রশ্ন রয়েছে। যেভাবে গেরুয়া ও সবুজ পোশাক পরা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছি। এমনকি ছবিটির নামও শান্তিপূর্ণ নয়। ছবিটির অনেক বদল হওয়া প্রয়োজন। নচেৎ মধ্যপ্রদেশে ওই ছবি আদপে মুক্তি পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে।”
অন্যদিকে দুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড, ঘৃণা ছড়ানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “বরাবরই সামাজিক মাধ্যমে সঙ্কীর্ণতা বপন করে এসেছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি, আপনি আর এই পৃথিবীতে যত ইতিবাচকতাকে আঁকড়ে ধরা মানুষ রয়েছেন, তাঁরা সবাই বেঁচে থাকব।” এই ছবিই কার্যত শাহরুখের কামব্যাক ছবি। চার বছর পর আবারও বড় পর্দায় তিনি। ভক্তদের মধ্যে উৎসাহ চূড়ান্ত। তবে এরই মাঝে এই বিতর্ক। তবে শুধু এই বিতর্কই নয়। গানটির সুর নাকি চুরি করেছেন সঙ্গীত পরিচালক বিশাল-শেখর– মুক্তির পর উঠেছিল এই অভিযোগও। ছবিটি মুক্তির তারিখ ধার্য হয়েছে আগামী ২৫ জানুয়ারি। কিন্তু দেশজুড়ে চলা প্রতিবাদের মধ্যে কী হবে সেই ছবির ভবিষ্যৎ। উঠছে সেই গুরুতর প্রশ্নও।