Avatar: ‘অবতার’ দেখতে গিয়ে মর্মান্তিক ঘটনা, সিনেমা হলেই মৃত্যু দর্শকের
Avatar: ভাইয়ের সঙ্গে সাধ করে এ বছরের সবচেয়ে হাইপড ছবি 'অবতার' দেখতে গিয়েছিলেন অন্ধপ্রদেশের বাসিন্দা লক্ষ্মী রেড্ডি। হঠাৎই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।
ভাইয়ের সঙ্গে সাধ করে এ বছরের সবচেয়ে হাইপড ছবি ‘অবতার’ দেখতে গিয়েছিলেন অন্ধপ্রদেশের বাসিন্দা লক্ষ্মী রেড্ডি। হঠাৎই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সিনেমা চলাকালীনই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ওই ব্যক্তি। হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। মৃত্যুর কারণ হিসেবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার মানুষ ছিলেন লক্ষ্মী। পেদ্দাপুরম অঞ্চলের এক সিনেমা হলে সিনেমাটি দেখতে গিয়েছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যাচ্ছে, ওই ব্যক্তি আচমকাই ছবি দেখতে দেখতে পড়ে যান। তাঁর ভাই তক্ষুণি তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে আনা মাত্রই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
কেন হৃদরোগে আক্রান্ত হলেন ওই ব্যক্তি? জানা যাচ্ছে, তাঁর উচ্চরক্তচাপের সমস্যা ছিল। ‘অবতার’ দেখতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন তিনি। বেড়ে যায় রক্তচাপ। যার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে কাকতালীয় ব্যাপার হল ২০১০ সালে যখন ‘অবতার’ ছবির প্রথম পার্ট বের হয়েছিল তখনও ঘটেছিল অনুরূপ এক ঘটনা। তবে সেই ঘটনা ঘটে তাইওয়ানে। ছবি দেখতে গিয়ে ৪২ বছরের এক ব্যক্তি সিনেমা হলেই প্রয়াত হয়েছিলেন।
প্রসঙ্গত, ‘অবতার’ নিয়ে গোটা বিশ্বের মতো এ দেশেও উত্তেজনা কম নয়। জেমস ক্যামারুনের এই ছবি ইতিমধ্যেই ভারতে প্রায় ৯৩কোটি ব্যবসা করেছে। তবে সমস্যা একটাই। থ্রি-ডিতে এই ছবির মূল্য আকাশছোঁয়া। যা রীতিমতো ভয় পাইয়ে দেবে মধ্যবিত্তকে। ছবির গুণগত মান নিয়ে প্রশ্ন না তুললেও এই একটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিনেপ্রেমীরা।