Ranbir-Alia Marriage: এই মাসেই বিয়ে করছেন রণবীর-আলিয়া, আমন্ত্রিতের সংখ্যা কত?

Ranbir-Alia Marriage: সূত্র বলছে, কিছুদিন আগেই রণবীরের মা নিতু কাপুরকে দেখা গিয়েছে মণীশ মালহোত্রর বাড়িতে। মণীশও এসেছে তাঁদের বাড়িতে। আগামী কিছুদিন নিজেদের যাবতীয় কাজ থেকে ফাঁকা রাখার সিদ্ধান্তও নিয়েছেন রণবীর-আলিয়া।

Ranbir-Alia Marriage: এই মাসেই বিয়ে করছেন রণবীর-আলিয়া, আমন্ত্রিতের সংখ্যা কত?
এ মাসেই বিয়ে!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2022 | 9:59 AM

বলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পর হতে চলেছে আরও এক হেভিওয়েট বিয়ে। এবার বিয়ের পিঁড়িতে রণবীর কাপুর ও আলিয়া ভাট। হ্যাঁ, ঠিক শুনেছেন। আর কিছুদিন পরেই বিয়ে করবেন তাঁরা, সূত্র বলছে এমনটাই। ইতিমধ্যেই নাকি জমিয়ে চলছে প্ল্যানিং। তবে তারিখ এখনও জানা যায়নি।

সূত্র বলছে, কিছুদিন আগেই রণবীরের মা নিতু কাপুরকে দেখা গিয়েছে মণীশ মালহোত্রর বাড়িতে। মণীশও এসেছে তাঁদের বাড়িতে। আগামী কিছুদিন নিজেদের যাবতীয় কাজ থেকে ফাঁকা রাখার সিদ্ধান্তও নিয়েছেন রণবীর-আলিয়া। সব মিলিয়ে কাপুর ও ভাট পরিবারে যে বিয়ের বাদ্যি বেজে গিয়েছে বলিউডের অন্দরে কান পাতলেই এখন তা শোনা যাচ্ছে। পিঙ্কভিলার এক রিপোর্ট বলছে, ৪৫০ জন অতিথি আসবেন বিয়েতে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে বিয়ে। তবে পাঁচতারা নয় বরং নিএদের পৈতৃক বাড়িতেই নাকি বিয়ে কথা ভেবেছেন রণবীর, রাজি হয়েছেন আলিয়াও।

তবে রণবীরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য এড়িয়েই গিয়েছেন। ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেছিলেন, “আমায় কি পাগল কুকুরে কামড়েছে নাকি মিডিয়ার সামনে বিয়ের তারিখ বলব”। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকেই মূলত কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। তার আগে রণবীর সম্পর্কে ছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। ওদিকে আবার আলিয়া ছিলেন ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। হঠাৎ করেই নাকি প্রেম হয়ে যায় দুজনের, জানিয়েছিলেন অয়ন।

তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা চেপে রাখেননি রণবীর আলিয়া। ২০১৮ সালে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন দুজনে। চমকে গিয়েছিল গোটা বিশ্ব। তাঁদের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেই করা হয়েছিল নেতিবাচক মন্তব্যও। যদিও ৪ বছর পরেও তাঁদের প্রেম এখনও একই রকম। অবশেষে সেই প্রেম গড়াতে চলেছে ছাদনাতলা পর্যন্ত, এখন শুধুই কয়েক দিনের অপেক্ষা।