Shahrukh Vs Prabhas: কিং-কে রাস্তা ছাড়লেন বাহুবলি? ‘জওয়ান’ ঝড়ে পিছিয়ে গেল ‘সালার’…
Box Office: অ্যাটলি পরিচালিত এই বিগ বাজেট ছবি নিয়ে এখন শাহরুখ ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। কামব্যাকে 'পাঠান' ছবি দিয়ে যে এন্ট্রি নিয়েছিলেন শাহরুখ খান, তাতে রীতিমত তঠস্থ ভক্তরা, এবারও কিং ঝড় উঠে চলেছে বক্স অফিসে।
জওয়ান ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছেন অগ্রিম টিকিট বুকিং কালেকশনের অঙ্কে। এক সপ্তাহ আগেই ভারতে খুলে গেল জওয়ান ছবির টিকিট বুকিং। পলকে একের পর এক প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে যেতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অগ্রিম বুকিং কালেকশনে সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’-কে টপকে গিয়েছে জওয়ান। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। চলতি বছরের শাহরুখ খানের দ্বিতীয় ছবি জওয়ান, অ্যাটলি পরিচালিত এই বিগ বাজেট ছবি নিয়ে এখন শাহরুখ ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। কামব্যাকে ‘পাঠান’ ছবি দিয়ে যে এন্ট্রি নিয়েছিলেন শাহরুখ খান, তাতে রীতিমত তঠস্থ ভক্তরা, এবারও কিং ঝড় উঠে চলেছে বক্স অফিসে।
শাহরুখ খান এখন বলিউডে তুরুপের তাস, একের পর এক বিগ বাজেট, বিগ প্রজেক্ট ছবি তাঁর ঝুলিতে। অধিকাংশ হাউসই চাইছে এখন কিং খানের সঙ্গে কাজ করতে। আর সেই ভয়েই কি এবার পিছু হটলেন বাহুবলি? পরপর দুই ছবি সুপার ফ্লপ দক্ষিণী সুপারস্টার প্রভাসের। একদিকে রাধে শ্যাম, অন্যদিকে আদিপুরুষ, দুই ছবিতেই বেজায় ক্ষতির মুখ দেখতে হয়েছে প্রভাসকে। তবে ‘সালার’ ছবি তাঁর জন্য ছিল ট্রামকার্ড। বিদ্যজনেদের অনুমান, এই ছবি দিয়েই আবারও বক্স অফিসে কামব্যাক করবেন বাহুবলি। আর তাই এবার কোনরকম ঝুঁকি নিতে নারাজ প্রভাস। কোনরকম টক্করেও যেতে রাজি নন তিনি। সামনেই ছবির মুক্তি, কিন্তু এবার পিছু হটলেন শাহরুখ ঝড় এড়াতেই। সালার ছবি মুক্তি পিছিয়ে যাচ্ছে বলেই এবার দক্ষিণী সূত্রে খবর। শাহরুখ খানের ছবি মুক্তির জন্যই এই সিদ্ধান্ত। ছবির মুক্তি পিছিয়ে দিচ্ছেন প্রভাস, দক্ষিণী সূত্রে এমনই খবর বর্তমানে চর্চায়। শাহরুখের সঙ্গে কড়া টক্করে নেমে দর্শক ভাগাভাগি নয় বরং কিং খানের জন্য রাস্তা ছেড়ে দিয়ে নিজের জায়গা পাকা করতে চাইছেন দক্ষিণী সুপারস্টার।