Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK-Modi: ‘জওয়ান’-এর সাফল্যের মাঝেই মোদীকে নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ, ‘স্যর, আপনার নেতৃত্বে…’

SRK-Modi: অবশেষে সমাপ্তি হল ভারতের সভাপতিত্বে দু'দিনের জি-২০ সম্মেলনের। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে রবিবার ‘গাভেল’ তুলে দিয়ে পরবর্তী জি২০ সম্মেলনের ভার তাঁর হাতে ন্যস্ত করে এই সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

SRK-Modi: 'জওয়ান'-এর সাফল্যের মাঝেই মোদীকে নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ, 'স্যর, আপনার নেতৃত্বে...'
শাহরুখ-মোদী।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 7:14 PM

অবশেষে সমাপ্তি হল ভারতের সভাপতিত্বে দু’দিনের জি-২০ সম্মেলনের। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে রবিবার ‘গাভেল’ তুলে দিয়ে পরবর্তী জি২০ সম্মেলনের ভার তাঁর হাতে ন্যস্ত করে এই সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোটের উপর সাফল্যের সঙ্গেই সংঘটিত হওয়া এই সম্মেলনে যখন খুশি কেন্দ্রীয় সরকার ঠিক সেই মুহূর্তেই মোদীকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন শাহরুখ খানও, যিনি এই মুহূর্তে ‘জওয়ান’-এর সাফল্যের কারণে রয়েছেন সপ্তম স্বর্গে। মোদীকে উদ্দেশ্য করে তিনি টুইটে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন। ভারতের জি-২০ সম্মেলনে অভূতপূর্ব সাফল্য ও বিভিন্ন দেশের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য অভিনন্দন। প্রতি ভারতবাসীর মননে এই সম্মেলন এক গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যর আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে এগিয়ে যাব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।”

নয়া দিল্লিতে আয়োজিত এবারের জি-২০ সামিটে যে সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম হল, আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়া। এরই পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জি-২০ দেশগুলির অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বানও দেওয়া হয়েছে। সামিটের সমাপ্তি ভাষণে জি-২০ অন্তর্ভুক্ত সমস্ত রাষ্ট্রপ্রধানকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “আমরা ‘এক পৃথিবী, এক পরিবার’ অধিবেশনে বিস্তৃত আলোচনা করেছি। আমি সন্তুষ্ট যে, আজ জি-২০ ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ সম্পর্কে আশাবাদী প্রচেষ্টার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।” এই ‘এক পৃথিবী ও এক পরিবারের’ ডাক এবার শোনা গেল কিং খানের মুখেও।