Rupankar Bagchi: মুখে যা আসে বলি, আমি খুব একটা সুবিধের লোক নই: রূপঙ্কর বাগচী
Rupankar Bagchi: টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক তিনি। এত নিন্দে, এত সমালোচনা, এ সবেরই উত্তর দিলেন এই গায়ক।
কেকে বিতর্কের পর থেকেই রূপঙ্কর বাগচী ইন্ডাস্ট্রিতে খানিক ব্যাকফুটেই। ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, বহু সহযাত্রীই তাঁকে এড়িয়ে চলছেন। এক ব্র্যান্ডের জিঙ্গল গেয়েছিলেন, তা থেকেও বাদ পড়েছেন তিনি। যদিও রূপঙ্কর থেমে থাকেননি। স্ত্রীকে নিয়ে রিয়ালিটি শো-য়ে গিয়েছিলেন, এবার তাঁর একক অনুষ্ঠান রবীন্দ্রসদনে। এ সবের মধ্যেই টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক তিনি। এত নিন্দে, এত সমালোচনা, এ সবেরই উত্তর দিলেন এই গায়ক। রূপঙ্করের কথায়, “আমি লোকটা খুব একটা সুবিধের নই, খুব একটা স্বাভাবিক সাধারণ লোক নই। সেই জন্য আমার সঙ্গে যারা থাকেন তাঁদের অসুবিধে তো আরও বেশি হবে। হুট করে রেগে যাই, যদিও রাগ চলে যায় তাড়াতাড়ি। আর রেগে গেলে আমার যেটা মনে আসে সেটা আমি মনে চেপে রাখতে পারি না।”
এখানেই থামেননি তিনি। রূপঙ্কর যোগ করেন, “এমনটা আজ পর্যন্ত হয়নি যে কোনও কথা আমার মনে এসেছেন কিন্তু আমি বলিনি। হ্যাঁ, যদি গালিগালাজ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। হয়তো অপর দিকের মানুষটির সিনিয়রিটির সম্মান দিতেই চুপ করে থেকেছি। নয়তো আমার মুখে যা আসে আমি বলে দিই। এই পেশাতে থাকলে সেটা তো খুবই দুষ্কর হয়ে ওঠে। আসলে এই গোটা পেশাটাই এতটাই ফেক যে যেখানে আপনি যা, তা কখনওই আপনি দেখাবেন না।”
প্রসঙ্গত, গত বছর কেকে’র শো চলাকালীন গায়ককে নিয়ে একটি মন্তব্য করেছিলেন রূপঙ্কর। এর দু’দিন পরেই মৃত্যু হয় কেকে’র। জনরোষ পড়ে রূপঙ্করের উপর। কার্যত একঘরে করে দেওয়া হয় তাঁকে। তাঁর মা ও মেয়েকে কেন্দ্র করেও উড়ে আসে মন্তব্য। যদিও সেই ঘটনার প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে। সব ভুলে তাঁর আগামী একক অনুষ্ঠানে দর্শক কতটা সাড়া দেন, এখন সেটাই দেখার।