Bolly Gossip: ‘পয়সার জন্য বিছানায় গিয়েছি’, শার্লিনের নিশানায় নেতার ছেলে, খোলসা করলেন সবটা!
Bolly Gossip: শার্লিন চোপড়া -- বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী। এবার বড় মন্তব্য তাঁর। নিশানায় রাজনীতিবিদের ছেলে। অতীতে বলেছিলেন, 'পয়সার জন্য বিছানায় গিয়েছি'। কার সঙ্গে?
শার্লিন চোপড়া — বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী। এবার বড় মন্তব্য তাঁর। নিশানায় রাজনীতিবিদের ছেলে। অতীতে বলেছিলেন, ‘পয়সার জন্য বিছানায় গিয়েছি’। কার সঙ্গে? কেন করেছিলেন এ হেন মন্তব্য? –এবার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন তিনি। এর আগে শার্লিন বলেন, “আমি পয়সার জন্য অনেকের শয্যাসঙ্গিনী হয়েছি। কিন্তু এখন আর পয়সা দিয়ে সেক্সে আমি নেই।” শার্লিনের ওই মন্তব্যের পর বিস্ফোরক প্রতিক্রিয়া হয়েছিল তাঁকে ঘিরে। উঠেছিল বয়কটের ডাকও। সম্প্রতি এক সাক্ষাৎকারে শার্লিন দাবি করেন, তিনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, যখনই ভালবাসার প্রসঙ্গ উঠে আসে ঠিক তখনই প্রাক্তনের সঙ্গে কাটানো দিনগুলির কথা মনে পড়ে যায় তাঁর। মনে পড়ে যায় শুধুমাত্র সেক্সের জন্যই সেই প্রেমিক তাঁকে দামি উপহার দিতেন।
তিনি আরও জানান, ওই প্রেমিক ছিলেন এক বড় রাজনীতিবিদের ছেলে। এখন তিনিও বড় রাজনীতিবিদ। সম্পর্কে ভালবাসা ছিল না। ছিল শুধু দামি গিফট, আর উপহারের পরিবর্তে শারীরিক সম্পর্ক– এমনটাই দাবি তাঁর। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক দাবি করেছেন শার্লিন। তাঁর বিস্ফোরক মন্তব্য, ছবিতে নেওয়ার নামে কীভাবে পরিচালক তাঁর স্তন ছুঁয়ে দেখতে চান। তাঁর কথায়, “আমায় পরিচালকেরা জিজ্ঞাসা করেছেন, আমি কি স্তনে অস্ত্রোপচার করিয়েছি? আমায় ওরা বলেছেন, ‘ছুঁয়ে দেখতে পারি’?” শার্লিনের অকপট স্বীকারোক্তি, স্তনে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। তিনি যোগ করেন, “মিথ্যে কথা বলে কী লাভ। হ্যাঁ করিয়েছি। নিজের ‘ফ্ল্যাট চেস্ট’ দেখে খারাপ লাগত। সেই কারণেই এ হেন সিদ্ধান্ত নিয়েছি।”
বলিউডে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। অতীতে বহু সেলেব তাঁদের জীবনের নানা অনভিপ্রেত ঘটনার কথা বলেছেন। কাঠগড়ায় দাঁড় হয়েছেন বহু বাঘা বাঘা তারকাও। শার্লিনের মুখেও এবার সেই একই অভিযোগ। যদিও পরিচালক বা সেই রাজনীতিবিদের ছেলের নাম তিনি বলেননি।