Disha-Tiger: বিচ্ছেদ! তাতে কী? এই কারণে টাইগারের জন্য উচ্ছ্বাসে ফেটে পড়লেন দিশা

Disha-Tiger: বলিপাড়ার গুঞ্জন বলে, বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। তবু দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক যেন ওই ছোট গল্পের মতো-- 'শেষ হয়েও হয়নি শেষ'।

Disha-Tiger: বিচ্ছেদ! তাতে কী? এই কারণে টাইগারের জন্য উচ্ছ্বাসে ফেটে পড়লেন দিশা
দিশা-টাইগার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 9:22 AM

বলিপাড়ার গুঞ্জন বলে, বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। তবু দিশা পাটানি ও টাইগার শ্রফের সম্পর্ক যেন ওই ছোট গল্পের মতো– ‘শেষ হয়েও হয়নি শেষ’। কিছু দিন আগেই এক অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া থেকে শুরু করে হালফিকে টাইগারের সাফল্যে দিশার বাধভাঙা উচ্ছ্বাসের ঘটনা যেন ইঙ্গিত করছে অন্য কিছু। ঠিক কী ঘটেছে? সম্প্রতি নিজের গলায় গান গেয়ে এক ভিডিয়ো প্রকাশ করেছেন টাইগার। তাঁর নতুন গানের নাম ‘লাভ স্টেরিও’। তাঁর সহ গায়িকা জাহরাহ এস খান। ওই গানের ভিডিয়োতেও দেখা গিয়েছে টাইগারকে। ওই গানের ভিডিয়ো থেকেই এক ছবি শেয়ার করেছেন দিশা। যে ছবিতে খোলা গায়ে সুপারহট অবতারে দেখা যাচ্ছে টাইগারকে। ছবি শেয়ার করে দিশা লেখেন, “এমন কি কিছু আদপে আছে যা তুমি করতে পার না টাইগার? তোমার গান ভীষণ ভাল লেগেছে, আর তোমায় দেখতে…”। না আর কিছু লেখেননি দিশা। বরং ‘ফায়ার ইমোজি’ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সবটা। আর তাতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি অতীত ভুলে আবারও একসঙ্গে তাঁরা’?

প্রসঙ্গত, টাইগার অথবা দিশা– প্রেমের কথা দু’জনের কেউই কোনওদিন প্রকাশ্যে মানতে চাননি। তবে নিজেরা অস্বীকারই করেননি প্রেমের কথা। ২০১৯ সালে তাঁদের প্রেম নিয়ে প্রথম শুরু হয় বিস্তর আলোচনা। ভ্যালেন্টাইন্স ডে’র দিন দুজনেই ইনস্টাগ্রামে আংটির ছবিও শেয়ার করেছিলেন। অনেকেই ধরে নেন তাঁদের বুঝি বাগদান হয়ে গিয়েছে। এর পর যদিও তাঁদের জীবনেও এসেছিল ঝড়। বলিপাড়ার গুঞ্জন বলে, দিশা বিয়ে করতে চাইলেও টাইগার নাকি তৈরি ছিলেন না। আর সে কারণেই নাকি সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যেতে চাননি দিশা। তাঁদের ব্রেকআপ হয়। তবে ব্রেকআপ হলেও প্রেম যে কমেনি, ওই শেয়ার করা ছবি ইঙ্গিত দিচ্ছে তেমনটাই। আগামী দিনে সম্পর্ক কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।