The Vaccine War: জাতীয় পুরস্কারেই খুশি বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ পেল অস্কারের লাইব্রেরিতে ঠাঁই

The Oscars: চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মুক্তি পায়ের 'দ্যা ভ্যাকসিন ওয়ার'। করোনাকালে ভারতের নিজস্ব ভ্যাকসিন তৈরির লড়াইয়ের কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকর, সপ্তমী গোউডা, পল্লবী যোশী, রাইমা সেনরা। ছিলেন নিবেদিতা ভট্টাচার্য, মোহন কাপুর এবং অনুপম খেরও।

The Vaccine War: জাতীয় পুরস্কারেই খুশি বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্যা ভ্যাকসিন ওয়ার' পেল অস্কারের লাইব্রেরিতে ঠাঁই
দ্যা ভ্যাকসিন ওয়ার।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 2:53 PM

জাতীয় পুরস্কার দেশের পুরস্কার। সেই পুরস্কার পেলেই নাকি বেশি আনন্দ পান হিন্দি ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। তাই অস্কারের মতো আন্তর্জাতিক মানের পুরস্কারের প্রতি তাঁর কোন মোহ নেই। যদিও গতবছর অস্কারের জন্য মনোনীত হয়েছিল তাঁর বহু চর্চিত এবং বহু বিতর্কিত ছবি ‘দ্যা কাশ্মীর ফাইলস’। এবারও তাঁকে জিজ্ঞেস করা হয় ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’-এর জন্য কি তিনি অস্কারের কথা ভাবছেন। উত্তরে জাতীয় পুরস্কারের গুণগান গিয়েছিলেন বিবেক। কিন্তু বৃহস্পতিবার বিবেক প্রকাশ্যে এনেছেন অস্কারের পাঠানো একটি চিঠি। স্ক্রিনশট তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। কী আছে সেই চিঠিতে?

বিবেক জানিয়েছেন, অস্কার কমিটি তাঁকে চিঠি পাঠিয়েছে। তাঁরা বিবেকরঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এবং লিখিত ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’ ছবির চিত্রনাট্য সংরক্ষণ করতে চায়। এক্সে (সাবেক টুইটার) সেই স্ক্রিনশটটি পোস্ট করে বিবেক লিখেছেন, “খুব গর্ব অনুভব হচ্ছে। দ্যা অ্যাকাডেমি (পড়ুন অস্কার) তাঁদের লাইব্রেরিতে ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’-এর চিত্রনাট্য সংরক্ষণ করতে চাইছে। ভেবেই আনন্দ হচ্ছে, ১০০ বছর পর মানুষ আমাদের ভারতীয় সুপার হিরোদের অবদানের গল্প পড়বেন এই চিত্রনাট্যর মাধ্যমে।”

৩ অক্টোবর বিবেকের কাছে একটি ইমেইল পাঠিয়েছিল অস্কার কমিটি। সেখানে লেখা ছিল, “‘দ্যা ভ্যাকসিন ওয়ার’-এর চিত্রনাট্যটি আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখতে চাই। এই চিত্রনাট্য কখনওই লাইব্রেরির বাইরে বেরোবে না। ছাত্র, চলচ্চিত্র নির্মাতা এবং লেখকরা পড়তে পারবেন।” প্রাথমিকভাবে চিত্রনাট্যর পিডিএফ চেয়ে পাঠানো হয়েছে বিবেকের কাছে। অস্কারের লাইব্রেরির পড়ার ঘরে ডিজিট্যাস মাধ্যমে তা পড়া যাবে।

চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ মুক্তি পায়ের ‘দ্যা ভ্যাকসিন ওয়ার’। করোনাকালে ভারতের নিজস্ব ভ্যাকসিন তৈরির লড়াইয়ের কাহিনি বর্ণিত হয়েছে এই ছবিতে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নানা পাটেকর, সপ্তমী গোউডা, পল্লবী যোশী, রাইমা সেনরা। ছিলেন নিবেদিতা ভট্টাচার্য, মোহন কাপুর এবং অনুপম খেরও।