Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যার সঙ্গে ‘অস্বস্তি’ অভিষেকের! নিজের চোখে সবটা দেখেন ফটোগ্রাফার…

Abhishek-Aishwarya: সে অনেক দিন আগের কথা। সাল ১৯৯৯। তখন অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে প্রেমের কোনও সম্পর্ক ছিল না। প্রথম ছবির জন্য সুইটজারল্যান্ডে হয়েছিল তাঁদের প্রথম ফটোশুট। দায়িত্বে ছিলেন ডাব্বু।

ঐশ্বর্যার সঙ্গে 'অস্বস্তি' অভিষেকের! নিজের চোখে সবটা দেখেন ফটোগ্রাফার...
নিজের চোখে সবটা দেখেন ফটোগ্রাফার...
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 7:10 PM

শুরু থেকে শেষ পর্যন্ত ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের পুরোটাই জানেন তিনি। যখন তাঁরা সম্পর্কে ছিলেনও না তখন থেকেই তাঁদের দু’জনের সঙ্গে সখ্য এই ফটোগ্রাফারের। তিনি ডাব্বু রত্নানি– বলিউডের সেলিব্রিটি ছবিওয়ালা। সম্প্রতি তিনি বচ্চন পরিবারের এক অন্দরের কথা ফাঁস করেছেন। জানিয়েছেন, পোজ দিতে গিয়ে কী অবস্থা হয়েছিল অভিষেকের। কারণ বিপরীতে ছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন।

সে অনেক দিন আগের কথা। সাল ১৯৯৯। তখন অভিষেক ও ঐশ্বর্যার মধ্যে প্রেমের কোনও সম্পর্ক ছিল না। প্রথম ছবির জন্য সুইটজারল্যান্ডে হয়েছিল তাঁদের প্রথম ফটোশুট। দায়িত্বে ছিলেন ডাব্বু। শুট করতে গিয়েই বেজায় বেকায়দায় পড়ে যান অভিষেক। সামনে দাঁড়িয়ে ঐশ্বর্যা রাই বচ্চন। কীভাবে ঘনিষ্ঠ শুটে নিজেকে সাবলীল করবেন সেই ভাবনাই ক্রমশ ভাবাচ্ছিল তাঁকে। যদিও ক্রমে সব অস্বস্তি কাটিয়ে ওঠেন তিনি। ভালভাবেই হয় শুট।

তাঁদের প্রথম ছবির নাম ছিল ‘ঢাই অক্ষর প্রেম কা’। ওই শুটের জন্যই প্রথম দেখা তাঁদের। যদিও সে সময় দু’জনেই ছিলেন অন্য সম্পর্কে। তবে ভবিষ্যৎ বড়ই অনিশ্চিত। পরবর্তীতে যে দু’জন হয়ে উঠবেন দু’জনের জীবনসঙ্গী, তা কি নিজেরাও ভেবেছিলেন? ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ওই ঐশ্বর্য। সব কিছু ভালই চলছিল, তবে হালফিলের খবর, সম্পর্ক নাকি ভাল নেই তাঁদের মধ্যে। ঝগড়ার কারণে মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি আলাদা থাকছেন ঐশ্বর্যা। আগামী দিনে কী হয়, তাঁদের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার।