Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখোমুখি দুই ফ্যাশনিস্তা, মনামীকে দেখা মাত্রই এ কী বললেন মালাইকা…

Malaika-Monami: বছর বছর ধরে তিনি মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ফ্যাশন, স্টাইল সব দিক দিয়েই নিজেকে ভীষণ ভাবে গ্রুম করেছেন মনামী। ফ্যাশন নিয়ে তিনি বেশ চর্চাতেই থাকছেন ইদানিং। মেটালের ড্রেসে অন্যরকম একটি স্টাইল স্টেটমেন্ট সেট করেছিলেন তিনি।

মুখোমুখি দুই ফ্যাশনিস্তা, মনামীকে দেখা মাত্রই এ কী বললেন মালাইকা...
Follow Us:
| Updated on: Feb 03, 2024 | 7:14 PM

মনামী ঘোষ, টলিপাড়ার বোল্ড ডিভা, যাঁকে নিয়ে সর্বত্র চর্চা বর্তমান। বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। দিন দিন উল্টোদিকে ঘুরছে যেন সময়ের কাঁটা। দিন দিন আরও সুন্দর হয়ে উঠছেন তিনি। ছিপছিপে মেদহীন কোমর, আগুন ঝরানো রূপ, অভিনয় আর নাচের স্টেপে মানুষের মন জয় করে চলেছেন আজও। বছর বছর ধরে তিনি মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ফ্যাশন, স্টাইল সব দিক দিয়েই নিজেকে ভীষণ ভাবে গ্রুম করেছেন মনামী। ফ্যাশন নিয়ে তিনি বেশ চর্চাতেই থাকছেন ইদানিং। মেটালের ড্রেসে অন্যরকম একটি স্টাইল স্টেটমেন্ট সেট করেছিলেন তিনি।

সেই সব ছবি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। মনামী নিজেই একবার বলেছিলেন, প্রথম থেকে তিনি এতটা ফ্যাশনিস্তা ছিলেন না, তবে ফ্যাশনের স্বাদ ছিল তাঁর বরাবর। শেষ সাত আট বছরে নিজেকে আমল পাল্টে ফেলেছেন তিনি। এবার বলিপাড়ার হটডিভার হাত থেকে পুরস্কার নিলেন মনামী। মালাইকা আরোরা, একইভাবে বয়স গিয়েছে তাঁর থেমে। দিন দিন রূপ ফেটে পড়ছেন, তাঁকে দেখেও একইভাবে অবাক নেটপাড়া। বলিপাড়ায় মালাইকা, টলিপাড়ায় মনামী, দুই ডিভা এবার একই মঞ্চে। একে অন্যের সঙ্গে সামান্য সময় কোন কথা বলে নিলেন?

View this post on Instagram

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

সেই রহস্য ভেদ করেছেন খোদ অভিনেত্রী তথা মডেল মনামী। তার আহে খোলসা করে নেওয়া যাক, কোথায় দেখা হল দুজনের? গ্লোবাল ফেম অ্যাওয়ার্ড ২০২৪-র মঞ্চে পুরস্কিত হলেন মনামী। যে পুরস্কার তাঁর হাতে তুলে দিলেন মালাইকা আরোরা। সেই ভিডিয়ো ক্লিপিং-এই দেখা গিয়েছে মালাইকা কিছু একটা বলছেন মনামীকে, সেটা কী? জানার ইচ্ছে ছিল বহু ভক্তের। এবার কৌতুহল মিটিয়ে উত্তর দিলেন খোদ মনামী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘উনি বলেছিলেন– তুমি খুব মিষ্টি। আমি বলেছিলাম- আপনি অনুপ্রেরণা।’