AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ভীষণই নির্লজ্জ’, কেন এক কথা বলে বসেন রূপা?

বিআর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার সুবর্ণ সুযোগ আসে রূপার কাছে। মুম্বইয়ে পাড়ি দেন অভিনেত্রী। কেবল ‘মহাভারত’ নয়, ‘ওয়াক্ত’, ‘কস্তুরী’র মতো আরও অনেক হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর কাছে।

'আমি ভীষণই নির্লজ্জ', কেন এক কথা বলে বসেন রূপা?
| Edited By: | Updated on: Sep 12, 2025 | 9:17 PM
Share

বাঙালি পরিবারের মেয়ে রূপা গঙ্গোপাধ্যায়। বাংলা বাণিজ্যিক ছবি, অন্য ধরনের বাংলা ছবি, সিরিয়াল, মেগা সিরিয়াল, টেলিফিল্ম– তাঁর সময়কার মোটামুটি সব ধরনের মাধ্যমেই অভিনয় করেছেন রূপা। তারপর বিআর চোপড়ার ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার সুবর্ণ সুযোগ আসে রূপার কাছে। মুম্বইয়ে পাড়ি দেন অভিনেত্রী। কেবল ‘মহাভারত’ নয়, ‘ওয়াক্ত’, ‘কস্তুরী’র মতো আরও অনেক হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর কাছে। হিন্দিভাষী না হয়েও গড়গড়িয়ে হিন্দি বলতে পারেন রূপা। তাঁর হিন্দি শুনে বোঝার উপায় নেই, তিনি হিন্দিভাষী নন। কীভাবে এত ভাল হিন্দি বলতে পারেন রূপা, তা নিয়ে প্রশ্ন করেছিলেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ। তাঁর ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টকশোতে আমন্ত্রিত রূপা গঙ্গোপাধ্যায়কে ঋতুপর্ণ জিজ্ঞেস করেছিলেন, “তুই এত ভাল হিন্দি বলিস কী করে?”

রূপার সহজে স্বীকারোক্তি ছিল, “আমি হিন্দি বলতে পারতাম না একেবারে। আমার মধ্যে একটা গুণ আছে, খুবই তাড়াতাড়ি উচ্চারণ তুলে নিতে পারি যে কোনও ভাষার। তবে এখনও আমার হিন্দি বলতে গেলে স্ত্রীলিঙ্গে-পুলিঙ্গে গোলমাল হয়ে যায়। মহাভারত করার সময় হিন্দিতে ডাবিং করতাম। সেই সময় সিরিয়ালেও ডাবিং হত প্রত্যেকদিন। কোয়ালিটি মেইনটেইন করার জন্য নির্মাতারা এটা করাতেন। সেই সময় হিন্দিটা ভাল করে ঝালিয়ে নিতে পেরেছিলাম। খাতা-বইপত্র নিয়ে হিন্দিচর্চা শুরু করেছিলাম। ঠিক যে কারণে আমি খুব ভাল গড়গড়িয়ে হিন্দি লিখতে পারি। এছাড়া, আমি ভীষণই নির্লজ্জ। কোনও কিছু শিখতে আমার কোনও কুণ্ঠা নেই। সকলকে বলে রাখতাম, আমার হিন্দি বলায় ভুল থাকলেই ধরিয়ে দিতে। সেই নির্দেশ দেওয়া থাকত স্পট বয়দেরও।”