আচ্ছা, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট' কি শুধুই মিথ? নাকি সত্যি বাস্তবেও ঘটে এমনটা? ঘটেছে--- আয়ারল্যান্ডের মডেল অ্যালেকজান্দ্রিয়া টেলরের সঙ্গে এমনটাই ঘটেছে।
কলকাতায় এসেছিলেন কাজে। তবে যে মায়ায় জড়িয়ে পড়েছেন, যে ভাবে ভালবেসে ফেলেছেন এই শহরকে, এই দেশকে তা বলে বোঝানোর নয়।
অঙ্কুশ হাজরার সঙ্গে 'ওগো বিদেশিনী' ছবিতে অভিনয়ের সুযোগ আসে অ্যালেক্সের। ছবির প্রচারেই প্রথম কলকাতায় আসা তাঁর।
না, ছবি হিট হয়নি, তবে যা হিট হয়েছিল তা হল অ্যালেক্স ও এই শহরের সম্পর্ক। কলকাতার প্রেমে আজ তিনি মাতোয়ারা।
আয়ারল্যান্ডের মেয়ের ছবির ক্যাপশনে এখন তাই বাংলা হরফ। ভাঙা বাংলাও বলতে শিখে গিয়েছেন। লাল পাড় সাদা শাড়ি পরে ঘুরে বেরিয়েছেন এই পুজোয়।
নিজের দেশে যান ঠিকই তবে তা বেশিদিনের জন্য নয়। হলুদ ট্যাক্সি, চিলেকোঠা আর গরম চা এখন তাঁর প্রিয়। কেরিয়ারেও হচ্ছে উন্নতি।
রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ 'আবার প্রলয়'-এ এক ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এখানেই শেষ নয়।
'বাঘাযতিন' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে শুধু টলিউডই নয়, ইচ্ছা রয়েছে বলিউডে কাজ করারও।
এই কয়দিনেই সামাজিক মাধ্যমে ভালই অনুরাগী বানিয়ে ফেলেছেন অ্যালেক্স ওরফে অ্যালেক্সজান্দ্রিয়া।