Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan Birthday: কিং খানের জন্মদিনে কেমন ভাবে সেজে উঠল বুর্জ খালিফা?

শাহরুখের ভক্তদের কাছে এ যেন এক উৎসব। শুধুই কী ভারত? দেশের বাইরেও শাহরুখের অগুনতি ভক্ত। কিং খানের জন্মদিনে সেজে উঠল দুবাইয়ের বুর্জ খালিফা।

Shahrukh Khan Birthday: কিং খানের জন্মদিনে কেমন ভাবে সেজে উঠল বুর্জ খালিফা?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 6:12 PM

২ নভেম্বর ৫৬এ পা দিলেন বলিউড কিং শাহরুখ খান। যদিও বছরটা কিং খানের কাছে অনেকাই অন্যরকম। সদ্য বাড়ি ফিরেছে ছেলে আরিয়ান। এই বছরের জন্মদিনটা কিছুটা আড়ালেই কাটালেন সুপারস্টার। আড়ালে থাকলেও তাঁর ভক্তদের কাছে এই দিনটা অনেকটা বেশি স্পেশ্যাল।

শাহরুখের ভক্তদের কাছে এ যেন এক উৎসব। শুধুই কী ভারত? দেশের বাইরেও শাহরুখের অগুনতি ভক্ত। কিং খানের জন্মদিনে সেজে উঠল দুবাইয়ের বুর্জ খালিফা। অভিনেতার ছবি ফুটে উঠল বিল্ডিংয়ের গায়ে। লেখা উঠল ‘আমরা তোমাকে ভালবাসি।’

নায়কের ফ্যান ক্লাব থেকে শেয়ারও করে সেই ছবি। ফেসবুকের ওয়াল থেকে ইনস্টাগ্রাম, শুভেচ্ছা বার্তায় ভর্তি। ভক্ত থেকে অভিনেতা, অভিনেত্রী কে নেই সেই লিস্টে। প্রতি বছর জন্মদিনে মন্নতের ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় নায়ক কে। তবে এই বছরটা যে অন্যসব বছরের থেকে আলাদা তার আঁচ পাওয়া গেল এইদিনে। না ছিল সেই ভিড়, সেই উচ্ছ্বাস, সেই পাগলামো। খালি দেখা পাওয়া গেল না বাজিগরের।

একটা বড়সড় ঝড় এখনও সামলে চলেছেন । ছেলে আরিয়ান গ্রেফতার হয়েছে মাদককাণ্ডে। অনেক চেষ্টা করে তাঁর জামিনের ব্যবস্থা করেছেন। তিলতিল করে গড়ে তোলা ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। এসব সামাল দিতেদিতে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন শাহরুখ। ছেলের গ্রেফতারির ঘটনা যেন সব আনন্দ মাটি করে দিয়েছে মহা তারকার। তাঁর সাধের অট্টালিকা ‘মন্নত’এ নেই আগের মতো জৌলুস। এত আলোর মাঝে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে অতবড় বাড়িটা।

শহরের কোলাহল থেকে দূরে নিজের ফার্ম হাউজ়ে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন কিং খান। কম ধকল তো গেল না।  জেল থেকে ফেরার পর পরিবার নিয়ে মুম্বই ছেড়েছেন শাহরুখ। তিনি গিয়ে উঠেছেন আলিবাগের শহরতলীতে।

শাহরুখের এক কাছের বন্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “নিজের জন্মদিন পালন করার মতো মানসিকতা এই মুহূর্তে শাহরুখের নেই। প্রত্যেকবার এই দিনে নিজের প্রিয়জন ও ভক্তদের সঙ্গে দেখা করেন শাহরুখ। সেটা এবার তিনি একেবারেই করতে চাননি। কিছুদিনের জন্য আলিবাগে চলে গিয়েছেন। জামিনের শর্ত অনুযায়ী শুক্রবার আরিয়ানকে মুম্বইয়ে ফিরতেই হবে।”

কিং খানের নাম প্রকাশে অনিচ্ছুক সেই বন্ধু এও জানিয়েছেন, “এই মুহূর্তে কারও সঙ্গে দেখা করতে চান না শাহরুখ। ইন্ডাস্ট্রির প্রত্যেক কাছের বন্ধুকে তিনি বলেছেন এই সময় তিনি ও তাঁর পরিবার খোলায় হাওয়ায় নিঃশ্বাস নিতে চান।”

জন্মদিনে শাহরুখকে অনেকে ফোন করেছিলেন। কিন্তু তিনি কারও সঙ্গে ফোনেও কথা বলেননি।

আরও পড়ুন:Katrina-Vicky: ভিকির সঙ্গে বিয়ের আগে লম্বা ছুটিতে ক্যাটরিনা ?