‘মাই নেম ইজ অর্পিতা জান’, অভিনেত্রীর অভিনয়ে উচ্ছ্বসিত মকরন্দ দেশপাণ্ডে

৯০ মিনিটের ওই মঞ্চ নাটক দেখতে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপম খের, লেখক মকরন্দ দেশপাণ্ডে সহ নামজাদা ব্যক্তিত্ব। অর্পিতার অভিনয়ে আপ্লুত হয়ে এর আগেই দরাজকণ্ঠে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন অনুপম। এবার মকরন্দের গলাতেও একই সুর।

'মাই নেম ইজ অর্পিতা জান', অভিনেত্রীর অভিনয়ে উচ্ছ্বসিত মকরন্দ দেশপাণ্ডে
গওহর বেশে অর্পিতা
Follow Us:
| Updated on: Oct 28, 2024 | 11:17 PM

 

সালটা ছিল ২০২১। নামজাদা সঙ্গীতশিল্পী গওহর জানের জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এক মঞ্চনাট্য। যার নাম ‘গওহরজান’– নামভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। কলকাতা তো বটেই, দেশ-বিদেশেও প্রশংসিত হয়েছিল সেই নাটক। নাচ-গানের মেলবন্ধনে গওহরের অজানা জীবনই ফুটে উঠেছিল মঞ্চে। প্রায় দু’বছর পর আবারও ফিরেছে সেই নাটক। গত ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়েছে ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’-এর প্রথম শো। দ্বিতীয় শো’টিও মঞ্চস্থ হয়েছে সেখানেই।

৯০ মিনিটের ওই মঞ্চ নাটক দেখতে  ২৫ তারিখেই হাজির হয়েছিলেন অভিনেতা অনুপম খের। এবার দ্বিতীয় শো’টিতে উপস্থিত থাকতে দেখা গেল লেখক মকরন্দ দেশপাণ্ডে সহ নামজাদা ব্যক্তিত্বদের। অর্পিতার অভিনয়ে আপ্লুত হয়ে এর আগেই দরাজকণ্ঠে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন অনুপম। এবার মকরন্দের গলাতেও একই সুর। নাটক দেখে উচ্ছ্বসিত তিনি। বললেন, “এক কথায় অনবদ্য। শুধু একটাই জিনিস বলতে ইচ্ছে করছে– ‘মাই নেম ইজ অর্পিতা জান’। তিনি যোগ করেন, “ওঁর উপস্থিতিতে গোটা মঞ্চটাই কেমন যেন ছোট মনে হচ্ছিল। নাচ-গান-আবেগের মেলবন্ধনে মনে হচ্ছিল যা হচ্ছে তা যেন পার্থিব নয়। এমন একজনের জীবন অর্পিতা মঞ্চস্থ করছিলেন যাঁকে হিন্দুস্তানের প্রথম আওয়াজ বললেও ভুল বলা হবে না। গোটা নাটক জুড়ে অর্পিতার আবেগ, ওর স্ফূর্তি, ওর অভিব্যক্তি যেন ছাপ রেখে গিয়েছে।”

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-

 

২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া

৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি

২৪ জানুয়ারি ২০২৫- হায়দরাবাদ

৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা

২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা

১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা