AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্লকবাস্টারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে কী বললেন মেগাস্টার দেব?

২০২৪ ডিসেম্বর। মুক্তি পেল দেব অভিনীত 'খাদান'। ডিসেম্বর মাসে বেশ কয়েক বছর ধরেই ব্লকবাস্টার ঝুলিতে পুরছেন তারকা। তবে 'প্রজাপতি' বা 'প্রধান'-এর মতো ছবিকে ফ্যামিলি ড্রামা বলা যায়। কিন্তু নাচ-অ্যাকশনে ভরা 'খাদান'-এর স্বাদ ছিল আলাদা। সেই ছবি যখন সফল হয়, দেব আপ্লুত ছিলেন।

ব্লকবাস্টারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে কী বললেন মেগাস্টার দেব?
| Updated on: Sep 06, 2025 | 8:03 AM
Share

২০২৪ ডিসেম্বর। মুক্তি পেল দেব অভিনীত ‘খাদান’। ডিসেম্বর মাসে বেশ কয়েক বছর ধরেই ব্লকবাস্টার ঝুলিতে পুরছেন তারকা। তবে ‘প্রজাপতি’ বা ‘প্রধান’-এর মতো ছবিকে ফ্যামিলি ড্রামা বলা যায়। কিন্তু নাচ-অ্যাকশনে ভরা ‘খাদান’-এর স্বাদ ছিল আলাদা। সেই ছবি যখন সফল হয়, দেব আপ্লুত ছিলেন। সম্প্রতি নিজের অফিসে বসে দেব বললেন, ”খাদান খুব এক্সপেরিমেন্টাল ছবি। সকলে যখন রিয়েলিস্টিক ছবির দিকে নজর দিচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে এমন ছবি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। আমি খুব ভয়ে ছিলাম যে, কীরকম প্রতিক্রিয়া পাবো। কিন্তু মনে হয়েছিল একটা বদল দরকার। ‘ধূমকেতু’ যে ২০২৫-এ আসবে, সেটা কিন্তু আমি জানতাম না। আমি যে জানতাম না, তার সাক্ষী আপনি, তার সাক্ষী দর্শকরাও।”

‘খাদান’-এর পর ধূমকেতু। ‘খাদান চলেছে’ এ বছরের গোড়ায়। বেশ কিছু সপ্তাহ ধরে। আবার অগস্ট মাসে মুক্তি পেল ‘ধূমকেতু’। ছবি মুক্তির প্রথম দুই সপ্তাহের বাণিজ্যের দিকে চোখ রাখলেই বলা যায়, এই ছবিটি ব্লকবাস্টার। এটা নায়কের এই বছরের প্রথম ছবির মুক্তি। দেব আবেগপ্রবণ হয়ে বললেন, ”’ধূমকেতু’ একটা মিরাকলের মতো, আশীর্বাদের মতো আমার জীবনে এসেছে। অনেক সময় হঠাত্‍ করে কিছু পাওয়া যায়। হয়তো বাড়ির কেউ কোনও সম্পত্তি রেখে যায় পরবর্তী প্রজন্মের জন্য। ‘ধূমকেতু’ দশ বছর ধরে আটকে থাকা একটা যন্ত্রণা। তার মধ্যে রাগ, মান, অভিমান, ঝগড়া, অশান্তি সব কিছু আছে। কিন্তু ছবিটা যে এইভাবে দর্শক গ্রহণ করবেন, ছবিটাকে সেলিব্রেট করবেন, দশ বছর আগে তৈরি একটা ছবি, আমার মনে হয় না বাংলা ছবির ইতিহাসে এমনটা হতে পারে বলে কেউ ভেবেছেন। আমি জীবনে বেশ কিছু ব্লকবাস্টারের সাক্ষী হয়েছি। কিন্তু ‘ধূমকেতু’-র সাফল্য আমি কোনওদিন ভুলব না। ছবিটা ঘিরে দর্শকের আবেগ, সকাল সাতটায় সিনেমা হল ভর্তি হওয়া, এই মুহূর্তগুলো সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।”

৬ সেপ্টেম্বর থেকে দেব শুরু করছেন ‘রঘু ডাকাত’-এর বেঙ্গল ট্যুর। ‘খাদান’-এর সময়ে এরকম বাংলা চষে ফেলতে দেখা গিয়েছিল নায়ককে। এই বছরে বক্স অফিসে সাফল্য পাওয়ার নিরিখে ব্লকবাস্টারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে রয়েছেন দেব। এমন সুযোগের মুখোমুখি বাংলার নায়ক-নায়িকারা সচরাচর হন না। ব্লকবাস্টারের হ্যাটট্রিক হবে কি? দেব শান্তভাবে বললেন, ”আমার কাজ হচ্ছে পরিশ্রম করা। আমি কোনওদিন ব্লকবাস্টার হবে বলে ছবি বানাই না। আমি শুধু ভাবি নিজেকে কীভাবে ভাঙব পরের ছবিতে। ‘রঘু ডাকাত’-এর লুক, গানের ঝলক সবই চলে এসেছে। এমন লুক নিয়ে ছবি করার কাজটা সহজ ছিল না। কিন্তু ‘খাদান’-এ যে ভালোবাসা পেয়েছি, তার একশো গুণ যাতে দর্শককে ফিরিয়ে দিতে পারি, সেই চেষ্টা করেছি। ক্যানভাসটা কীভাবে বড় করব এটা ভেবেছি। আজকাল ছবির আলোচনাতে দক্ষিণী ছবির উদাহরণ দেওয়া হয়। ক্যানভাস বড় দেবের ছবি বলে নয়, গল্প, লুক, ফিল সব দিক থেকে যেন এগিয়ে থাকে বাংলা ছবি। দর্শককে বলব, আপনারা আসুন। ছবিটা দেখুন। আমাদের পরিশ্রমটা আপনারা দেখতে পাবেন।”