‘রঙের মেলা’, কোন স্টারকিডদের ছোটবেলার ছবি বলতে পারেন?

এদের মধ্যে একজন ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন বেশ খানিকটা। দ্বিতীয়জন আর কয়েক দিনের মধ্যেই পা দিতে চলেছেন বলিউডে। আর তৃতীয় জন এখন বিদেশে সিনেমা নিয়েই পড়াশোনা করছেন।

‘রঙের মেলা', কোন স্টারকিডদের ছোটবেলার ছবি বলতে পারেন?
ওরা কারা, চিনতে পারেন?
Follow Us:
| Updated on: Mar 29, 2021 | 8:15 PM

ওঁরা তিনজনেই স্টারকিড। তিনজনেই বলিপাড়ায় বেশ পরিচিত মুখ। পার্টি থেকে স্টুডিয়ো– হামেশাই দেখা যায় তাঁদের। তিনজন আবার বেস্টফ্রেন্ডও। ছবির এই তিন স্টারকিডকে চিনতে পারছেন? আচ্ছা বেশ, একটু বরং হিন্ট দেওয়া যাক। এদের মধ্যে একজন ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন বেশ খানিকটা। দ্বিতীয়জন আর কয়েক দিনের মধ্যেই পা দিতে চলেছেন বলিউডে। আর তৃতীয় জন এখন বিদেশে সিনেমা নিয়েই পড়াশোনা করছেন।

ধরতে পেরেছেন? না পারলে, আপনার জন্য দ্বিতীয় হিন্ট। যিনি ছবিটি পোস্ট করেছেন তাঁর বলি অভিষেক ঘটেছিল ২০১৯সালে, করণ জোহরের হাত ধরে। তাঁর বাবাকে বেশিরভাগ সময়েই দেখা গিয়েছে কৌতুক চরিত্রে। শোনা যাচ্ছে, বর্তমানে নাকি আর এক স্টারকিড ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। ছবিটিতে তিনিই মধ্যমণি। তাঁর ডানদিকে যিনি রয়েছেন, তাঁর বাবার ক্যারিশ্মায় এখনও কাত আট থেকে আশি। গালের ডিম্পল আর চওড়া হাসির মোহে ঘায়েল কতশত নারীহৃদয়। তিনি নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। গায়ের রঙের জন্য অনেক সময়েই ট্রোলডও হতে হয়েছে তাঁকে। তিনি প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by Ananya ?? (@ananyapanday)

বাঁ দিকে যিনি রয়েছেন তিনি আবার কাপুর পরিবারের। করণ জোহরের হাত ধরে বলি অভিষেক ঘটতে চলেছে তাঁর। সে কথা দিন কয়েক আগে করণ নিজেই জানিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তা নিয়ে অবশ্য বিতর্কও হয়েছিল।

এ বার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কাদের কথা হচ্ছে? তাও একবার জানিয়ে দেওয়া যাক। ছবির মধ্যমণি হলেন অনন্যা পাণ্ডে, চাঙ্কি পাণ্ডের কন্যাই যার এখন একমাত্র পরিচয় নয়। তাঁর বাঁ দিকে রয়েছেন শানায়া কাপুর, সঞ্জয় কাপুরের মেয়ে। এবং ডান দিকে রয়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। ওঁরা তিনজনেই যে বেস্টফ্রেন্ড সে কথা কারওরই প্রায় অজানা নয়। প্রিয় বন্ধুরা কাছে নেই, তাই বিশেষ দিনে ছোটবেলায় স্মৃতি হাতড়েই অহনা ফিরে ফেলেন ফেলে আসা দিনে।